সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Mahfuz
Mahfuz
নবাগত
নবাগত
Posts : 5
স্বর্ণমুদ্রা : 1251
মর্যাদা : 10
Join date : 2021-05-30
Age : 30

আজ বন্ধুর বিয়ে Empty আজ বন্ধুর বিয়ে

Sun Jun 27, 2021 8:48 pm
# আজ বন্ধুর বিয়ে
এম এম রহমান
এ আকাশ তুই কই?
কেনরে? আমিতো বাড়িতে।
কালকে আমাদের বাড়িতে একটু
আসবি?
কেন? কি হয়েছে?
আব্বু তোকে আসতে বলছে?
আঙ্কেল! আমাকে? এই বল না রে কেন?
আসলে বুঝতে পারবি! আমি এখন
রাখছি।কাল দেখা হবে। ভাল
থাকিস।
কথা হচ্ছিল আকাশ ও রিপু মাঝে।রিপু
ফোন করে আকাশ বলছে তাদের
বাড়ি যাওয়ার জন্য।
ও বলা হয় নি। আকাশ ও রিপু দুজন অনেক
ভাল বন্ধু। আজ ৪ বছর হলো তাদের
বন্ধুত্বের এ সম্পর্ক। আকাশ ও রিপু একে
অপরের সাথে সারাক্ষণি কোন না
কোন খুনশুটি নিয়ে ঝগড়া লাগবে। এ
শুরু হবে মান অভিমান।
পরের দিন সকালে খুব পরিপাটি
হয়ে আকাশ রিপুদের বাড়িতে গেল।
রিপু নিজে দরজা খুলে দিলে। অন্য
দিনের তুলনা আজ রিপুকে খুব
মায়াবি লাগতেছে। ইচ্ছে করছে
আকাশের আজকে বলেদিতে, রিপু
তোকে অনেক ভালবাসি! কিন্তু
আকাশ কিছুতে বলতে পারে নি।
কেননা, আকাশ ৪ বছরে বন্ধুত্ব করতে
করতে কখন যে রিপু ভালবেসে
ফেলেছে নিজেও জানে না। সে
তা নিজের সাথে অনেক যুদ্ধ করেও
পারে নি। সে রিপুকে ভালবাসি
বলেও দেয়। কিন্তু রিপু তার
ভালবাসাকে প্রত্যাখ্যান করে।
তাতেও তাদের বন্ধুত্বের পাটল ধরে
নি।
আকাশ রিপুর রুমে গিয়ে বসল,রুমটাও
আজ খুব পরিপাটি করে সাজানো।
আকাশের সন্দেহ হতে লাগলো,
নিশ্চয়ই কিছু একটা আজ হবে। আকাশ
নিজে নিজে ভাবতেছে। হঠাৎ
রিপুর আব্বুর কথাতে তার ধ্যান
ভাঙ্গল। কেমন আছ আকাশ?
জি, আঙ্কেল ভাল। আপনি কেমন
আছেন?
হুম,ভাল আছি। তোমাকে দেখেছি
যে জন্য------
হুম, আঙ্কেল বলেন,এ দিকে আকাশের
হার্ডভিদ বেড়ে চলছে,না জানি
আঙ্কেল কি বলে।
আকাশ,
জি, আঙ্কেল,বলেন।
কি জন্য ডেকেছিলেন।
আগামি মাসের প্রহেলা জুমা রিপুর
বিয়ে।
একথা শুনার পর আকাশের চারদিক যেন
অন্ধকার নেমে আসে। তার মাথায়
যেন আকাশ ভেঙ্গে পড়ে।তারপরও
নিজেকে সামলে বলল,এ তো খুব ভাল
সংবাদ।তো ছেলে কি করে?
ছেলে সিভিল ইঞ্জিনিয়ার,সুন্দর
ওস্মার্ট। এ কথা বলে, আকাশকে ছে
লের ছবি দেখাই।
সত্যই ছেলেটা খুব সুন্দর,যে কেউ
ছেলেটিকে পছন্দ করবে। তাই রিপুর
আব্বুও প্রস্তাবতা হাত ছাড়া করে নি।
যথা সময়ে বিয়ের দিন চলে আসে।
আলোকসজ্জায় সাজানো হয়েছে
রিপুর বাড়ি। প্যান্ডেল,মানুষ জনে এ
যেন এক এলাহি কান্ড। সবাই বিয়ে
নিয়ে খুব ব্যাস্ত। তাদের প্রথম মেয়ের
বিয়ে বলে কথা। বিয়ের অনুষ্ঠানে
কোন কমতি ছিল না।সব আয়োজন করে
প্রায় শেষ করেছে।
গভীর রাতে। চারদিকে গুমগুম শব্দ।
আকাশ বাড়ির একপাশে দাঁড়িয়ে
আছে,হঠাৎ পিছন থেকে কে যেন
কাধে হাত দিলে আকাশ চমকে উঠে।
পিছন ফিরে দেখে কেউ একজন
দাঁড়িয়ে আছে। আলো আধারে
তাকে চিনা যাচ্ছে না। তারপরও
আকাশ বলল,কে আপনি?
মেয়েটি বলে আমাকে আপনি
চিনবেন না,আমি রিপুর ফুফাতো
বোন। আসলে ভাইয়া আপনার সাথে
আমার কিছু কথা ছিল।আপনি যদি
আমাকে একটু সময় দেন।
চল,ওদিকে আলোতে গিয়ে বসি।
মেয়েটি বলল,আমার নাম রাশি। আমি
এবার SSC পরীক্ষার্থী। আপনার
সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি।
রিপু আপু আমাকে সব বলেছে। সন্ধ্যা
থেকে আমি আপনাকে খুজছিলাম।
কিন্তু আপনি প্রতিবারি কোন না
কোন কাজে ব্যাস্ত ছিলেন। এখন
আপনাকে এখানে একা দাঁড়িয়ে
থাকতে দেখে এগিয়ে আসলাম।
আপনি রিপু আপুকে অনেক
ভালবাসেন? না?
বাদ দাও,সে সব বলে এখন কি লাভ।
কাল ওর বিয়ে!!! আমি চায় ও সুখে
থাকুক।
আপনি কি করে থাকবেন?
যেভাবে থাকা দরকার।
একটা কথা বলবো? রাগ করবেন না
তো?
বল। কি বলবে?
আপু বলছিল-----------
বল কি বলছিল?
আসলে আপু খুব কষ্ট পাচ্ছে?
কেন? কি হয়েছে ওর? ও আপনাকে
দেখা করতে বলেছে।
কেন?
আমাকে কিছু বলেনি।
ও কোথায়?
ওর রুমে।
আর কে আছে? কেউ নেই।আপনার জন্য
সে অপেক্ষা করছে।
আচ্ছা তুমি যাও আমি আসতেছি।
কিছুক্ষণ পর াকাশ হাতমুখ ধুয়ে রিপুর
রুমে আসলো।
রিপু হলুদ শাড়ি পড়ে আছে। তাকে খুব
অপরুপ রাখছে দেখতে। আকাশ আজ আর
ওর দিকে তাকতে পারছে না। মাথা
নিচু করে বলল। বল কি বলব। তুই, আমাকে
ভালবাসিস?
আজ এ প্রশ্ন কেন?
আমি তোর কি হয়?
কেন? তুই আমার বন্ধু।
কেন সন্দেহ আছে?
তাহলে আমাকে তুই ভালবাসিস নি?
এক কথা কয়বার বলব? পিছন ফিরে
নিজেন চোখের জল মুছল আকাশ।
আর কিছু বলবি? আর হা ামি াজ
রাতে চলে যাচ্ছি।আমাকে খোজার
চেষ্টা করিছ না।
কোথায় যাবি?"
জানি না।
তবে তোর িব য়েতে থাকতে পারছি
না সরি! সরি! বন্ধুটি!
আকাশ চলে যায়।আর কখনও আকাশ কে
কোথাও দেকা যায়নি।
আজ আকাশের বন্ধুর বিয়ে!
আজ বন্ধুর বিয়ে! রয়েছে আকাশের
শুন্যতা।
সন্ধ্যার সাজে আকাশ আকাশের লাল
আভায় তার বন্ধুটিকে বিদায় দিল।

Sheikh sumaya, Sk reza, Rohan parvez, Md tanver hasan, Sk sayed, Hz turan, Nusrat riya and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum