সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Subrata Paul Shuvro
Subrata Paul Shuvro
নবাগত
নবাগত
Posts : 2
স্বর্ণমুদ্রা : 1140
মর্যাদা : 10
Join date : 2021-06-02
Age : 21
Location : Chittagong

আচ্ছন্ন মায়া  Empty আচ্ছন্ন মায়া

Wed Jun 02, 2021 11:12 am
সেদিন বাড়ির ইচ্ছেতে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে, আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম।
বিয়ের প্রথম রাতেই আমার বরকে বলেছি,
"দেখুন, আমি কিন্তু আপনাকে চিনি না। আপনি আমার কাছে এসে ঘুমাবেন না। যেদিন আমি বলবো, তার আগে পর্যন্ত আপনি আমার সাথে আসবেন না।"
অমি তখন হেসে বললো, " you can take your time. তবে কালকে বাড়িতে অনুষ্ঠান, সেখানে অনেক মেহমান আসবে। শুধুমাত্র পরিবারের সবার সামনে একটু ঠিক থেকে কথা বললে হবে। আমাদের এইকথা যেন সবাই জানতে না পারে।"
দুইজনেই নিশ্চুপ থাকাটা বুঝিয়ে দিয়েছিল উত্তর কি হবে?
অমি ও অশ্রু, দুজনেই যে যার মতো।
অমি অফিস থেকে ছুটি নেই ঘুরতে যাবে বলে, অশ্রু কি করবে বুঝতে পারছে না।
- এ কি করলেন আপনি? আমি আপনার সাথে কোথাও যাব না।
- মনে করুন আপনি আমার বন্ধু। আমরা কি বন্ধু হতে পারি না?
অশ্রু বুঝতে পারছিল না, কি বলবে, সে বন্ধুত্ব করতে চাইলেও একটা দুশ্চিন্তা কিন্তু থেকেই যায়।
অমি, অশ্রুর মুখে দুশ্চিন্তা দেখে বুঝতে পারে,
- একটু বিশ্বাস করে দেখো না, বিশ্বাস কখনো ভাঙবে না।
যথারীতি তাদের চিন্তা হলো তারা সাজেক যাবে। সব কিছু প্রস্তুত। খুব ভালোই সময় কাটছিল, সাজেকে। প্রকৃতির মাঝে অন্যরকম এক অনুভূতি। তাদের ফেরার ঠিক আগের দিন, রাতে অমি, অশ্রুর চোখটা বেধে দিল। বললো,
" চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব।" বাইরে কি সুন্দর সবাই গান করছে। কেউ কেউ তাদের নিজস্ব ভাবে নাচে মেতে উঠেছে।
হঠাৎ রিসোর্ট এর ম্যানেজার এসে বললো, "স্যার সব রেডি।"
অমি, অশ্রুর হাত ধরে তাকে নিয়ে গেল রিসোর্ট এর একটা জায়গায়। অশ্রু চোখ খুলে দেখে, তার সামনে একটা কেক!
অশ্রু হতবাক হয়ে তাকিয়ে থাকে। অমি রিসোর্ট এর সবাইকে দাওয়াত দিয়েছে, জন্মদিন উপলক্ষে। আজকে অশ্রুর জন্মদিন। অশ্রু অনেক খুশিতে চোখের কোনে পানি চলে আসছে, অশ্রুর ইচ্ছে করছে অমিকে জড়িয়ে ধরে কিছুক্ষন কান্না করতে।
চোখের কোনে পানি দেখে,অমি বললো
- আরে এখন কান্না করলে কিনা মেকআপ নষ্ট হয়ে যাবে।
হাসানোর ব্যর্থ চেষ্টা। অশ্রু কেক কাটা হলে সবাই রাতের খাবার শেষ করে রুমে যায়।
রুমে গিয়ে, অমি হাতে একটা গোলাপ নিয়ে, অশ্রুকে বলতে শুরু করে,
"তুমি কি পারো না, আবার নতুন করে সব শুরু করতে। আমি একঝাঁক মেঘকে সাক্ষী রেখে তোমাকে নিয়ে
মেঘের দেশে ঘুরে বেড়াতে চাই। দুজন একসাথে সেদিন খালি গলায় আনমনে গাইবো। তোমার অনামিকায় সেদিন হয়তো আমি হীরের আংটি গলিয়ে দিতে পারবো না, তবে একটি গোলাপ দিয়ে হাঁটু গেড়ে ভালোবাসা চাইবো।
সবাই তো প্রেম চাই, আমি ভালোবাসা খুঁজে নিব।
সেদিন তোমার হাতটি দিও, আমি কিছুটা শান্তি খুঁজে নিব।"
অশ্রু অমিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে।

Alif1, Umor, Babu seikh, Mahim, Ayrin kaTun, Sume akter, Sofikul alom and লেখাটি পছন্দ করেছে

avatar
Alif1
নবাগত
নবাগত
Posts : 3
স্বর্ণমুদ্রা : 1155
মর্যাদা : 50
Join date : 2021-06-02

আচ্ছন্ন মায়া  Empty Re: আচ্ছন্ন মায়া

Wed Jun 02, 2021 3:35 pm
খুব ছোট হয়ে গেল না পর্বটা...

Subrata Paul Shuvro, Umor, Babu seikh, Mahim, Ayrin kaTun, Sume akter, Sofikul alom and Anamika oyshee লেখাটি পছন্দ করেছে

Subrata Paul Shuvro
Subrata Paul Shuvro
নবাগত
নবাগত
Posts : 2
স্বর্ণমুদ্রা : 1140
মর্যাদা : 10
Join date : 2021-06-02
Age : 21
Location : Chittagong

আচ্ছন্ন মায়া  Empty Re: আচ্ছন্ন মায়া

Wed Jun 02, 2021 4:14 pm
প্রথম লিখছি তো 😔

Umor, Babu seikh, Mahim, Ayrin kaTun, Sume akter, Sofikul alom and Md ashek লেখাটি পছন্দ করেছে

Sponsored content

আচ্ছন্ন মায়া  Empty Re: আচ্ছন্ন মায়া

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum