সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Ahmed Chanchal
Ahmed Chanchal
ধুমকেতু
ধুমকেতু
Posts : 11
স্বর্ণমুদ্রা : 1293
মর্যাদা : 10
Join date : 2021-06-01
Age : 56
Location : Savar,Dhaka,Bangladesh

সম্পর্ক Empty সম্পর্ক

Wed Jun 09, 2021 8:37 pm
সম্পর্ক:

খুব সহজেই আমি তোমাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখি,বলতে পারো এটা আমার অভ্যাস।সফল না ব্যর্থ-এমন সিস্টেমিক থেরাপি' ছুঁয়েতো আমাদের সখ্যতাটা জন্মায়নি।যদিও আজ নিজের অন্যরকম হিসেবের খাতায় খুঁজে ফেরা হররোজ....

"সময়ের পরতে পরতে জীবনের নানা কারুকাজ খচিত সুক্ষ্ম এক বিষয়ের নাম-সফলতা!"

কিন্তু তার চেয়েও যে আমার অনেক বেশি দামে গুনতে হয় তোমার আমার সম্পর্কের গভীরতা!তুমি বিস্মিত নাও হতে পারো- আমার আত্মবিশ্বাসী অব্যর্থ সমগ্র জীবনী অথবা তোমায় কাছে টানার ব্যর্থতা,দুটোই আমার কাছে সফলতার চেয়েও অনেক বেশি দামী।তুমি ব্যর্থ না সফল সেটা বুঝে নেবার কোন প্রয়োজন ছিলোনা/থাকেনা বলেই মুলতঃ সহজ ভালোবাসার নির্মল আঙিনায় জুড়ে থাকে তোমার সকল প্রকৃতি।

'তুমি কখন ভালো-এখন মন্দ' এমন বিচার করাটা কখনো আমার মুখ্য হয়ে ওঠেনি ঐ অভ্যাসের বদান্যতায়,পারিনা যে !

আমার কাছে প্রতিটি সম্পর্ক' ভালোবাসার রেষ ধরে বড় বেশি সহজ সরল-তরল আর স্বচ্ছতায় পরিপূর্ণ এক নীতিগত নিয়ামক।অপার্থিব কিনা জানিনা, আজীবন একটা নিয়মের ছকেই শুধু ছুঁয়ে দেখার চেষ্টা করে যাই।হাল ছাড়বোনা কোনোদিন।

: আমাকে তোমার হাজারো অদলবদল ওলট-পালটে পুরনো শপথেই পাবে,
কারণ একটাই -

তুমি আমার বন্ধু,ভাই-বোন,কাজিন,আত্মীয় স্বজন যেই হওনা কেন?-আমি যে আমারি সরলতা..!

: হা-হা-হা...😍

আসলে তুমি আমার অবারিত ইতিবাচক সোহার্দ্য-সৌজন্যতা আর ভীষণ শ্রদ্ধার সম্মিলিত বিশেষণের অবধারিত এক আশ্চর্য পূর্ণতা।
যা কেবল একা আমিই উপলব্ধি করি তুমি হয়তোবা হ্যা' অথবা না'!?

: আগেইতো বল্লাম,কাউকে ঘাঁটিয়ে পছন্দসই হওয়া যায় না!আমি তাই তেমনটা করিনা।

তুমি "ছোটো না বড়",এটা আমার কস্মিনকালের কদাচিৎ প্রশ্নও না।

তুমি শুধু আমার অনাবিল ভালোবাসা যত-মুখোমুখি বসিবার।মাঝ বরাবর অবিমিশ্র অদৃশ্য ব্যাখ্যার শত দেয়াল ভাঙি-কাঁধে হাত রাখিবার।এ যেন তবুও এক অফুরন্ত ভালোবাসার সুযোগে,
" বিশ্বাস-অবিশ্বাসের শঙ্খনীল কারাগার,সুনীল খেলাঘর!"

ভেঙে দিও না স্বপন,ভুলে যেওনা বিশ্বস্ততা- ছুড়ে দিও না আমার সজল প্রাণের সকল স্বচ্ছতা!?

:আমি তোমার কাছে কে?

জেনে কোন 'ক্রিয়েটিভ কনসেপ্ট' সংস্করণ হবেওনা।হরেকরকমে বলার পরেও,তুমি কিন্তু আমার কাছে....

সেই অনেক তৃষ্ণার অতৃপ্ত হাতে বাড়িয়ে দেয়া ঠুনকো কাঁচের ছোট্ট স্বচ্ছ গ্লাসেভরা সুপেয় টলমলে জলের মতোই।আমি সারাজীবন তোমায় দেখবো বলেই,অচেনা রোদ্দুরেও তৃষ্ণা মেটাতে তোমায় ঢকঢক করে গিলে খেতে পারিনা,পারবোনা।

: তাই বলে,তুমি কেন খামখেয়ালির দু'হাতে বারংবার ভেঙে যাও অমিয় জলের অল্প খানিক আশ্রম;
"অবিরত ভেঙে যাও স্বচ্ছ কাঁচের কত্তো গ্লাস!"

©আহমেদ চঞ্চল

Riaz, RabbY khan, Debasis sorkar, Nafisa akter, Pk monish, Arif howla, Sk limon and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum