সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
ShupTo
নবাগত
নবাগত
Posts : 1
স্বর্ণমুদ্রা : 1082
মর্যাদা : 10
Join date : 2021-06-15
Age : 26
Location : Jessore, Khulna, Bangladesh

কঙ্কাবতী Empty কঙ্কাবতী

Tue Jun 15, 2021 10:29 pm
রাত ০১.২২..
সকালে Discrete Mathematics পরীক্ষা । থিওরী আর সমস্যাগুলো শেষ পর্যায়ের ঝালাই চলছে । টেবিলের সাথেই ডান পাশে বিছানা । বিছানায় কম্বলের উপর কঙ্কাবতী আরামে শুয়ে আছে । কঙ্কার চেহারায় বিশেষ কিছু বৈশিষ্ট আছে যার জন্য যে কেউ একবার ওকে দেখলেই অন্ধকারেও ওকে চিনতে ভুল করবে না ।

প্রচন্ড পানি পিপাসা পেয়েছে । আমার টেবিলের বাম সাইডে ডাইনিং রুমের দরজা আর এই দরজার একদম অপর প্রান্তে ফ্রিজ আর মিটসেফ । টেবিল থেকে উঠতে উঠতে ভাবছি ফ্রিজ অথবা মিটসেফে কিছু খাবার থাকলে খেয়ে ঘুমিয়ে পড়ব । কঙ্কারে আলতো এক চাটি দিয়ে ডাইনিং রুমে গিয়ে মিটসেফ খুললাম । কোন খাবার নেই ।
উফফ!! এই কঙ্কাকে নিয়ে পারা যায় না । কখন একটুখানি মিটসেফ খুলে রেখেছিলাম আর সে ভেতরে ঢুকে বসে আছে । বেচারা না জানি কতক্ষণ এইভাবে আটকা পড়ে আছে!
"অ্যাই যাহ, তোর জায়গায় গিয়ে ঘুমা যাহ!!" এই বলে মিটসেফ থেকে বের করলাম ওকে । আমার পায়ে গা ঘষে চলে গেল আমার রুমে ।
ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে খাচ্ছি । মিষ্টিটা এক কামড় দিয়েই হাত থেকে পড়ে গেল । হৃদকম্পন দ্বিগুণ । কঙ্কা তো আমার ঘরে বিছানায় ঘুমাচ্ছিল । মিটসেফে ঢুকল কিভাবে!!
শিরদাড়া দিয়ে শীতল একটা স্রোত নেমে গেল ।
ঘরে ঢুকতেও ভয় পাচ্ছি ।
আস্তে আস্তে ঘরের দরজা দিয়ে উঁকি দিলাম ।
আটকে থাকা নিঃশ্বাস টা আরামে বের করে দিলাম । নিশ্চয় এত রাতে নির্ঘুমতার কারণে কোন হেলুসিনেশন দেখেছি । নিজের মাথায়ই হাসতে হাসতে একটা চাটি মারলাম ।
ওই তো কঙ্কা ওর আগের জায়গায়ই আছে আর ওই তো আমি চেয়ারে বসে ম্যাথ করছি ।
সাথে সাথেই জ্ঞান হারালাম ।

Sipon howladar, Abdul basar, Sabbir ahmed, Sm samim, Alom khan, Israt zahan, Salman reja and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum