সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Humi
নবাগত
নবাগত
Posts : 7
স্বর্ণমুদ্রা : 1324
মর্যাদা : 10
Join date : 2021-05-29

সূর্য গড়ের বৌরানীী,,,,,,,পর্ব:০১,     Empty সূর্য গড়ের বৌরানীী,,,,,,,পর্ব:০১,

Wed Jul 21, 2021 10:29 pm
সূর্য গড়ের বৌরানি
লেখিকাঃ মোনালী
পর্বঃ ০১

রানী মা আজ আবার ছোট বাবা বিয়ে করতে গেল? আর একটা নতুন মেয়ের জীবন শেষ হয়ে যাবে? গত পাঁচ বছরে সাতটা মেয়ের জীবন শেষ হয়ে গেছে আর একটা নতুন মেয়ে জীবন শেষ হবে। এর শেষ কোথায় বলতে পারো রানী মা? এর শেষ যে খুব খারাপ রে নয়নতারা সেটা তুই ও জানিস না মনে মনে বললেন রানী মা। নয়ন তারা সূর্য গড়ের রানী দেবী ভুমিকার খাস দাসী‌। নয়ন তারা আবার বলতে শুরু করল যে রাজ প্রাসাদে এক সময় কোলাহলে মুখরিত থাকত সেই রাজপ্রাসাদে আজ শুনশান নীরবতা বিরাজ করে। আমি, তুমি আর তোমার ননদীনি রোহিনী ছাড়া আর কোন জীবিত প্রাণী তো নেই এত বড় রাজপ্রাসাদে‌। তা তোমার রোহিনী ডাইনী কোথায়? চুপ কর নয়নতারা রোহিনী শুনলে তোকে আর আস্ত রাখবে না , তুই ছাড়া আর আমার আপন কে আছে? তোমার মুখের দিকে তাকিয়ে তো এত বছর চুপ করে আছি রানী মা। আচ্ছা নয়নতারা তুই আমাকে অনেক ভালোবাসি তাই না রে? সেই ছোট থেকে তোমার সাথে আছি ,তোমার বিয়ের পর তোমার সখী হিসেবে তোমার খাস দাসী হিসেবে এই প্রসাদে আসি। মাঝে আমার বিয়ের পর দুই বছর ছিলাম না, বিয়ের দুই বছর পর হঠাৎ একদিন আমার বরটা মরে গেল। এরপর শ্বাশুড়িও ছেলে কে টাকে রেখে দিয়ে আমাকে তাড়িয়ে দিল। আবার ও চলে এলাম এই রাজপ্রাসাদে। নয়নতারা তুই যা গিয়ে দুধ, মিষ্টি, রেডি কর আর কিছু সময় পর বীরপ্রতাপ নতুন বৌ নিয়ে আসবে। তাহলে আমি গেলাম রানী মা, হ্যাঁ তাড়াতাড়ি কর সব কিছু গুছানো না থাকলে তখন তাড়াহুড়ো লেগে যাবে। বৌদি ও বৌদি কোথায় গেলে নতুন বৌ আসার সময় হয়ে এলো। কিছু সময় পর বীরপ্রতাপ নতুন বৌ নিয়ে রাজ প্রাসাদে ফিরে এলো। বীরপ্রতাপের ভেতরে গিয়ে মা আর পিসি কে ডেকে আনল নতুন ব‌উ কে বরণ করার জন্য। কিছু সময় পর বীরপ্রতাপ মা রানী ভূমিকা আর পিসি রোহিনী বরণ ডালা নিয়ে বসুন্ধরা কে নিয়ে বরণ করতে এলো। বরণ শেষ বসুন্ধরার শ্বাশুড়ি মা ওকে প্রাসাদের ভেতরে নিয়ে একটা ঘরে বসিয়ে রেখে বললো আজ রাতটা তুমি এখানেই থাকবে, আপাতত এখানে বসে বিশ্রাম নাও আমি তোমার জন্য কিছু খাবার আর শাড়ি গহনা নিয়ে আসছি। এই বলে রানী মা বেরিয়ে গেলেন। এত বড় ঘরে একা একা কেমন যেন অস্বস্তি লাগছিল। হঠাৎ কেউ ফিসফিসিয়ে ওর কানে কানে বললো সাবধানে থাকবি এই রাজ আর যাকে তাকে সহজে বিশ্বাস করবি না? আর কোন বিষয়ে বেশি কৌতুহল দেখাবি না? আমি সব সময় তোর সাথে আছি।কে,,,,,,,, কে কথা বলছেন সামনে আসুন। আবার সেই ফিসফিসিয়ে বলতে লাগলো ভয় পাস না আমি কে সময় হলেই জানতে পারবি আপতত চুপ করে থাক যে যা করতে বলছে শুধু করে যাবি। কিছু সময় পর বসুন্ধরার শ্বাশুড়ি নয়ন তারা কে সাথে করে কিছু ফল আর শাড়ি গহনা নিয়ে এলো। ফল গুলো দিয়ে বললো এই ফল গুলো আপতত খাও খাওয়া শেষে স্নান ঘরে গিয়ে স্নান করে শাড়ি আর গহনা গুলো পড়ে‌ নিও। বসুন্ধরা ফল গুলো খেয়ে নিলো তারপর আরো কিছুক্ষণ বসে থেকে স্নান ঘরে গেল, প্রায় আধাঘণ্টা ধরে স্নান সেরে বেরিয়ে এলো। এখন বেশ আরাম বোধ হচ্ছে ওর। কিছু সময় পর বসুন্ধরার শ্বাশুড়ি ভূমিকা আর নয়ন তারা খাবার নিয়ে এলো। ভূমিকা পাশে বসিয়ে বসুন্ধরা কে খাওয়ালো। খাওয়া শেষে বসুন্ধরা কে ওর শ্বাশুড়ী বললেন আজ তোমাদের কাল রাত্রি আজকের রাত তোমাকে একাই থাকতে হবে নাও এখন শুয়ে পড়ো। শোবার আগে দরজা জানালা ভালোভাবে বন্ধ করে নিবে, রাতে কোন শব্দ শুনলে অতি উৎসাহী হয়ে ঘরের বাইরে বের হবে না। এই বলে ভূমিকা দেবী চলে গেলেন। বসুন্ধরা ভালো ভাবে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ল। শোবার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল ও, ঠিক কত সময় পর ঘুম ভাঙ্গল বুঝতে পারল না ও। কেমন যেন একটা গড়গড় আওয়াজ আসছে,যেন কোন হিংস্র পশুর আওয়াজ। আওয়াজটা বেশ অনেক সময় হয়ে এরপর থেমে গেল, চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে হঠাৎ নিরবতা ভেঙ্গে নেকড়ের আওয়াজ আসতে লাগল প্রথমে খুব আস্তে এরপর ক্রমশ বাড়তে লাগলো। ধীরে ধীরে নেকড়ে টা বসুন্ধরার ঘরের দরজার সামনে চলে এসে ডাকা ডাকি শুরু করলো‌। নেকড়ের ডাক শুনে বসুন্ধরা বেশ ভয় পেয়ে গেল, কিছু সময় পর মনে হতে লাগল নেকড়েটা কোন অসহায় পশুর ওর ঝাঁপিয়ে পড়ল আর পশুটা যেন বাঁচার জন্য করুন স্বরে ডাকতে লাগলো। এর মাঝে হঠাৎ বসুন্ধরা ওর বাবার গলা শুনতে পেলো, ওর বাবা যেন বলছে কি রে তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি একটা অসহায় প্রাণী মারা যাচ্ছে আর তুই বাচাবি না? বসুন্ধরা ওর বাবার গলা শুনে খাট থেকে নেমে যেতেই আবার সেই ফিসফিসানি আওয়াজ শুনতে পেল কি রে হতচ্ছাড়ি তোর বুদ্ধি শুদ্ধি লোপ পেল না কি? তোর বাবা না তোর গ্রামের বাড়িতে আছে সে কি করে এত রাতে এই প্রাসাদে আসবে‌।

চোলবে

Ismail khan, Prince aiyan, Md ahad, Akhi Khantun, Md ashek, Nisha khan, Tarek tahan and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum