সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Shahidul Islam
নবাগত
নবাগত
Posts : 1
স্বর্ণমুদ্রা : 1136
মর্যাদা : 10
Join date : 2021-05-22

ফেইসবুকে প্রেম Empty ফেইসবুকে প্রেম

Sat May 22, 2021 11:36 pm
আমার ফেইসবুক এর বান্ধবী শান্তা

ফেইসবুক এ গত পাঁচ বছর ধরে লিখছি । একেবারে নতুন । হাঁটি হাঁটি পা , টলি টলি গা । ইতিমধ্যে বেশ কিছু পাঠক আমার লিখায় সাড়া দিয়েছেন । প্রশংসা করেন ।
হয়তো বা আমাকে খুশি করার জন্যে I
"আহা , বেচারা বিদেশে একা পড়ে আছে , দুটি ভালো কথা শুনিয়ে দেই । আমার "বদলে যান এখনই " পেইজ টি "১৫৯, ০০০" likes পেয়েছে । আমার কৃতজ্ঞতার অন্ত নেই ।

যাহোক ফেইসবুক এ একটি মেয়ে আমাকে সবসময় প্রশংসা করে । টাইমলাইন এ গিয়ে দেখলাম একটি ইয়াং মেয়ে , হয়তো ইনভার্সিটিতে পড়ে ।

প্রশংসা পেলে কার না ভালো লাগে ?

তাই যেচে গিয়ে আমি তাকে ফ্রেন্ডশিপ রিকুয়েস্ট পাঠালাম । বোধ হয় মেয়েটি ঐ সময়ে অনলাইনে ছিল । সাথে সাথে উত্তর দিলো "সরি , আমি কখনো ব্যক্তিগতভাবে পরিচিত না হলে একসেপ্ট করি না । আপনি কি আমার উপর মাইন্ড করলেন ?
আমি বললাম :
না না মাইন্ড করবো কেন ? এটা আপনার ডিসিশন ।
মনে মনে ভাবলাম "সাংঘাতিক মেয়ে তো । আমার রিকু একসেপ্ট করলো না !!!। আমি যখন হাজার বছর আগে ঢাকা ছেড়েছিলাম , তখন মেয়েরা অন্য রকম ছিল । কি জানি মডার্ন মেয়ে হয়তো , আমার চেহারাটি পছন্দ হয় নি ।
হঠাৎ দুদিনের জন্য ঢাকা যেতে হয়েছিল জার্মানি থেকে । খুব ব্যস্ততা , তবু ও কেন জানি মেয়েটির কথা মনে পড়লো । আমি ইনবক্স এ লিখলাম :
আমি এখন ঢাকাতে, আমার বোনের বাসায় আছি । আপনি কি কাইন্ডলি এখানে আসবেন ? পরিচয় হতো ।
না , আপনি আমার কাছে আসুন ।

ওরে বাবা , এতো গর্ব !!!!!.

দুদিনে এতো ব্যস্ততার মধ্যে একঘন্টা সময় নিয়ে রওয়ানা হলাম পুরোনো ঢাকার দিকে । আজকে প্রচন্ড বৃস্টি হয়েছে । নর্দমার পানি উপচে পড়েছে গলিগুলির মাঝে ।

বাসা খুঁজে বের করে নক করলাম । কাজের মেয়েটি দরজা খুলে দিলো । দেখলাম পরীর মতো সুন্দরী একটি মেয়ে , মাথায় একরাশ চুল । কবিগুরু হয়তো একে দেখেই লিখেছিলেন :

সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত-----
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি , বর্ণে বর্ণে রচিত ।

মেয়েটি চেয়ারে বসে আসে । চেয়ার থেকে না উঠে বসে বসে আমাকে সালাম জানালো I আমার কি যেন সন্দেহ হলো I ওর চোখের দিকে তাকালাম I
সারাদিনে যত বৃস্টি হয়েছিল সব পানি মেঘ হয়ে তার চোখে জমা হয়েছে ।

ছোট্ট শিশুর মতো জড়িয়ে জড়িয়ে কি বললো কিছুই বুঝলাম না I কারো স্ট্রোক হলে যে ভাবে কথা বলে।

আমার মনে হলো ও যেন বলছে :
জীবনশেষের শেষজাগরণসম ঝলসিছে মহাবেদনা------- নিমেষে দহিয়া যাহা -কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা I

কানে যেন বাজলো :

আপনি তারিক হক, আমি আপনাকে চিনতে পেরেছি । এবার আমাকে দেখুন । এবার বলুন আপনি কি বান্ধবী হিসেবে আমাকে একসেপ্ট করবেন ?

Tarique Huq

Nafis Jedi, Sahin, Santo, Shuvo, Hasibul hasan, Atif, Onik and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum