সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Humi
নবাগত
নবাগত
Posts : 7
স্বর্ণমুদ্রা : 1324
মর্যাদা : 10
Join date : 2021-05-29

স্বপ্ন Empty স্বপ্ন

Sun May 30, 2021 6:23 pm
।। স্বপ্ন।।
লেখিকাঃমোনালী
আজকে আমি আপনাদের সাথে যে স্বপ্ন টা শেয়ার করব সেটা আমি কাল রাতে দেখেছি।স্বপ্ন টা হল:-

আমি একা একটা শহরে বেড়াতে গেছি।শহর টা খুবই অপরিচিত। আমি যখন শহর টা তে ঢুকেছি তখন বেলা ১১ টা কি ১২ টা হবে।আমি হেটে হেটে শহর টা ঘুরে দেখছি।হঠাৎ দেখি একটা জায়গায় অনেক লোক দাঁড়িয়ে আছে তাদের দেখা দেখি আমি ও দাঁড়িয়ে গেলাম সেখনে।শুনলাম সেখানে ষাঁড় এর লড়াই হবে।আমি খুব উত্তেজিত ছিলাম। কারন আমি আগে কখন ষাঁড়ের লড়াই দেখিনি। কিচ্ছুক্ষণ পরে দু'টো ষাঁড় এল।ষাঁড় দু টো ছিল অনেক লম্বা আর মোটা,আর শিং ২টো সুচের মতন।যথা সময়ে ষাঁড়ের লড়াই শুরু হয়ে গেল।লড়াই করতে করতে একটা ষাঁড় পড়ে গেল আর সাথে সাথে মানুষ হয়ে গেল।মানুষের মত হলেও তার শিং ছিল। ষাঁড় কে মানুষে রুপান্তরিত হতে দেখে আমি ভয়ে সেই স্থান ত্যাগ করলাম।এই বার হাটতে হাটতে একটা লাইন পার করতেই দেখি দিন রাত হয়ে গেল।সেই লাইন পার করেই শ্মশানের গেটে এসে পড়লাম।শ্মশানে গিয়ে দেখি একটা লোক কে চিতা তে তোলা হয়েছে পোড়ানোর জন্য। আমি দূর থেকে দেখতে লাগলা।যেই লোকটার মুখাগ্নি করবে সেই সময় ১ টা ব্রজপাত এসে লোকটার উপর পড়ল আর লোকটা জীবিত হয়ে গেল।মৃত মানুষকে জীবিত হতে দেখে সবাই যে যার যার মত দৌড়িয়ে পালাতে লাগল।লোক টাও তাদের পিছন পিছন ছুটল তাদের ধরার জন্য।আমি একটা ঝোপ এর আড়ালে লুকিয়ে পড়াল।লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম শেষ পযন্ত কি হয়।যা দেখলাম তাতে আমি খুব ভয় পেলা।সবার ছুটাছুটির মধ্যে পুরহিত মশাই ধপাস করে পড়ে গেছে।লোকটা গিয়ে পুরোহিত মশাই কে ধরে ফেলল।তারপর লোকটা জাদু দিয়ে হাত তালি দিল আর একটা জ্বলন্ত চুলা আর তার উপর তেল ভর্তি অনেক বড় কড়াই। লোকটা সেই কড়াইয়ের তেল পুরহিত মশাইকে ছেড়ে দিল তারপর সেই লোকটা ভাজা পুরোহিত মশাইয়ের মাংস আর হার খেতে লাগল।আর তখন ই আমার ঘুম ভেঙ্গে গেল...........

Shuvo, Hasibul hasan, Nasim, Mr.twist, Mr kiddo, Mahmud, Akash and লেখাটি পছন্দ করেছে

Jamshed and Alif1 পছন্দ করেনি

avatar
Alif1
নবাগত
নবাগত
Posts : 3
স্বর্ণমুদ্রা : 1155
মর্যাদা : 50
Join date : 2021-06-02

স্বপ্ন Empty Re: স্বপ্ন

Wed Jun 02, 2021 5:20 pm
আরও গুছিয়ে লেখা যেতো

Umor, Alamin, Atif, Onik, Ayrin kaTun, Tasmia haq, Sume akter and Md sayem লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum