সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Nafi Al Tousif Maya
Nafi Al Tousif Maya
নবাগত
নবাগত
Posts : 3
স্বর্ণমুদ্রা : 1360
মর্যাদা : 10
Join date : 2021-05-31

ক‌লো ঠোঁ‌টে রক্ত লাল  Empty ক‌লো ঠোঁ‌টে রক্ত লাল

Mon May 31, 2021 10:34 pm
দাবান‌লে পু‌ড়ে যাক ক‌বির সমস্ত ক‌বিতা ।
ধোঁয়া হয়ে উ‌ড়ে যাক শব্দ ।
প‌চে যাওয়‌া পাঁচ আঙু‌লের ক‌নো প্রয়োজন নেই সুকা‌ন্তের ঝলসা‌নো রু‌টির মত ঝল‌সে যাক শহু‌রে বাতা‌সে ঘু‌ড়ির মত উড়ন্ত ক‌বি ।
মু‌ক্তি হয়না অদৃশ‌্য স‌ম্মোহ‌নের ।
এক নদী কা‌লি‌তে শু‌কি‌য়ে‌ছে সমস্ত কা‌লো জল । বা‌লি‌তে ছিপ ফে‌লে রো‌দে‌পোড়া শব্দ খু‌জে বেড়াই । কেন সেই নদীর জল হ‌য়ে ভা‌সেনা শব্দ ?
তর‌ঙ্গে হা‌সেনা প্রাণ ?
লাল‌চে মে‌ঘ থে‌কে ডা‌কেনা ইশ্বর ?
অতী‌তের মত ক‌বিতার নদী‌তে আ‌সেনা আ‌র্ফো‌দি‌তি । অত‌ন্দ্রিলা মর‌ছে ভাগা‌ড়ে ।
হঠাৎ রাত গভীর হ‌লে ,কা‌লো কাক চে‌টে চে‌টে খায় ক‌বিতা । কা‌লো ঠোঁ‌ট লাল হয় র‌ক্তে ।
যেন অধর,হাজার বছরের হলুদ কাগ‌জের কা‌লি।
অদৃশ‌্য চুম্ব‌নে শান্ত হয় ব‌্যার্থ সেই অবুঝ ক‌বি ।

Khondkar, Polash, Jakir, Halal, Ratul, Alom, Sohel and লেখাটি পছন্দ করেছে

avatar
Khondkar
নবাগত
নবাগত
Posts : 2
স্বর্ণমুদ্রা : 1327
মর্যাদা : 35
Join date : 2021-05-22

ক‌লো ঠোঁ‌টে রক্ত লাল  Empty Re: ক‌লো ঠোঁ‌টে রক্ত লাল

Tue Jun 01, 2021 10:15 am
ভালো লিখছেন 👍

Polash, Jakir, Halal, Ratul, Alom, Sohel, Akij and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum