- Zohirulislamনবাগত
- Posts : 1
স্বর্ণমুদ্রা : 1299
মর্যাদা : 10
Join date : 2021-06-01
হতাম যদি
Tue Jun 01, 2021 4:48 pm
হতাম যদি
জহিরুল ইসলাম
আমি যদি পাখি হতাম উড়তাম ডানা মেলে
আকাশ হতো আমার রাজ্য চলতাম হেসে খেলে
আমি যদি আকাশ হতাম আবীর রঙে মাখা
থাকতো সেথায় সপ্তবরণ রং তুলিতে আঁকা
আমি যদি পাহাড় হতাম আকাশ ছোঁয়া বাড়ি
দেখতে পেতাম পেঁজা তুলো মেঘ সারি সারি
আমি যদি ঝর্ণা হতাম বইতো অঝর ধারা
ছুঁয়ে দিতাম শুষ্ক মাটি ভিজে হতো সারা
আমি যদি সাগর হতাম থাকতো মুক্তো ঝিনুক
জোয়ার ভাটায় ঢেউ খেলে লুকিয়ে রেখে শোক
এত কিছু থাকার চেয়ে ও আমি হলাম মানুষ
সৃষ্টির সেরা সৃষ্টি আমি আছে শত দোষ
আমার আছে চিলতে হাসি দুঃখবোধের গল্প
ধরার মাঝে বেঁচে থাকি সময়টা খুব অল্প
আমার আছে অনুভূতি আবেগ মাখা সুখ
আমার আছে অশ্রু সজল মায়াবী এক মুখ
জহিরুল ইসলাম
আমি যদি পাখি হতাম উড়তাম ডানা মেলে
আকাশ হতো আমার রাজ্য চলতাম হেসে খেলে
আমি যদি আকাশ হতাম আবীর রঙে মাখা
থাকতো সেথায় সপ্তবরণ রং তুলিতে আঁকা
আমি যদি পাহাড় হতাম আকাশ ছোঁয়া বাড়ি
দেখতে পেতাম পেঁজা তুলো মেঘ সারি সারি
আমি যদি ঝর্ণা হতাম বইতো অঝর ধারা
ছুঁয়ে দিতাম শুষ্ক মাটি ভিজে হতো সারা
আমি যদি সাগর হতাম থাকতো মুক্তো ঝিনুক
জোয়ার ভাটায় ঢেউ খেলে লুকিয়ে রেখে শোক
এত কিছু থাকার চেয়ে ও আমি হলাম মানুষ
সৃষ্টির সেরা সৃষ্টি আমি আছে শত দোষ
আমার আছে চিলতে হাসি দুঃখবোধের গল্প
ধরার মাঝে বেঁচে থাকি সময়টা খুব অল্প
আমার আছে অনুভূতি আবেগ মাখা সুখ
আমার আছে অশ্রু সজল মায়াবী এক মুখ
Polash, Jakir, Halal, Ratul, Alom, Sohel, Akij and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum