- অবার্চীননবাগত
- Posts : 1
স্বর্ণমুদ্রা : 1297
মর্যাদা : 10
Join date : 2021-06-03
Age : 26
Location : Dhaka, Bangladesh
নিষ্ঠুর হত্যকান্ড
Thu Jun 03, 2021 7:59 pm
এ পৃথিবীর সমস্ত জলরাশিতে
একদিন গুচ্ছ গুচ্ছ নীলপদ্ম ফুটবে।
বইয়ের বোঝার বদলে প্রতিটি শিশুর
প্রতিভা বিকাশের সুযোগ করে দেবে রাষ্ট্র।
চৈত্রের দাবদাহে একটু হাওয়া চাইতে না চাইতেই
কালবোশেখী এনে দেবে অবহেলিত প্রেমিকাটির প্রেমিক।
অথবা,
নিরাপদ ভবিষ্যতের আশায় বেকার প্রেমিককে দেওয়া সকল প্রতিশ্রুতি জীবন্ত সমাধী করবে না কোনো প্রেমিকা
কিংবা,
অফিসের জানালার ভারি পর্দার আড়ালে চমৎকার কিছু বিকেল সন্ধ্যে হওয়ার লগ্নে ১৭ ইঞ্চি মনিটরে চোখ আটকে থাকবে না প্রকৃতি প্রেমি সেই যুবকের৷
মিলিয়ন ডালারে বিক্রি হয়ে যাবে
ভ্যান গগ্-র প্রতিটি চিত্রকর্ম তাঁর জীবদ্দশায়।
জীবনানন্দের দিয়ে ছুটে আসা ট্রেমটিকে আটকে দিবে তার অগনিত ভক্তবৃন্দ।
বেবিলনের ঝুলন্ত উদ্দ্যান গড়াগড়ি খাবে মরুভূমির তপ্ত বালিতে - এ পৃথিবীর সমস্ত অসম্ভব একদিন সম্ভব হয়ে ধরা দিবে কোনো এক প্রজন্মের হাতের মুঠোয়, শুধু তুমি কোনোদিন আমার হবে না;
আহা কি নির্মম বাস্তবতা
স্বপ্নের কি নিষ্ঠুর হত্যাকাণ্ড।
[অবার্চীন লেখক MRS]
একদিন গুচ্ছ গুচ্ছ নীলপদ্ম ফুটবে।
বইয়ের বোঝার বদলে প্রতিটি শিশুর
প্রতিভা বিকাশের সুযোগ করে দেবে রাষ্ট্র।
চৈত্রের দাবদাহে একটু হাওয়া চাইতে না চাইতেই
কালবোশেখী এনে দেবে অবহেলিত প্রেমিকাটির প্রেমিক।
অথবা,
নিরাপদ ভবিষ্যতের আশায় বেকার প্রেমিককে দেওয়া সকল প্রতিশ্রুতি জীবন্ত সমাধী করবে না কোনো প্রেমিকা
কিংবা,
অফিসের জানালার ভারি পর্দার আড়ালে চমৎকার কিছু বিকেল সন্ধ্যে হওয়ার লগ্নে ১৭ ইঞ্চি মনিটরে চোখ আটকে থাকবে না প্রকৃতি প্রেমি সেই যুবকের৷
মিলিয়ন ডালারে বিক্রি হয়ে যাবে
ভ্যান গগ্-র প্রতিটি চিত্রকর্ম তাঁর জীবদ্দশায়।
জীবনানন্দের দিয়ে ছুটে আসা ট্রেমটিকে আটকে দিবে তার অগনিত ভক্তবৃন্দ।
বেবিলনের ঝুলন্ত উদ্দ্যান গড়াগড়ি খাবে মরুভূমির তপ্ত বালিতে - এ পৃথিবীর সমস্ত অসম্ভব একদিন সম্ভব হয়ে ধরা দিবে কোনো এক প্রজন্মের হাতের মুঠোয়, শুধু তুমি কোনোদিন আমার হবে না;
আহা কি নির্মম বাস্তবতা
স্বপ্নের কি নিষ্ঠুর হত্যাকাণ্ড।
[অবার্চীন লেখক MRS]
Ahmed Chanchal, S@fwan, Onik, Mahim, Abid faraje, Ayrin kaTun, Tasmia haq and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum