- 01813682001নবাগত
- Posts : 1
স্বর্ণমুদ্রা : 1297
মর্যাদা : 10
Join date : 2021-06-03
টোকাই
Thu Jun 03, 2021 9:09 pm
টোকাই
মুহাম্মদ আবদুর রহিম
রেল লাইন আর রাস্তার ধারে
থাকে যারা খোলা আকাশের নিচে,
ক্ষুধাতুর, জীর্ণ-শীর্ণ গাত্রে জীবন যাদের
আমরা সবে টুকাই বলি তারে।
টোকাই বলে পায়না সে কারও সমাদর
নিজের স্বার্থে বিত্তবানরা করে ব্যবহার।
শিক্ষা সবার মৌলিক অধিকার
লিখা সংবিধানে,
টোকাইরা তা পায় না মোটেও
অর্থের বিধানে।
মিটিং মিছিল হলে তাদের
জুটে অল্প টাকা
নেতার জীবন রক্ষায়ও আবার
নিজে পায় অক্কা।
ছেঁড়া কাপড় আর গন্ধ শরীর
সহ্য হয় না কারো,
নিজের বাড়ি সাফ রাখতে
তারই হাত ধরো।
তাদের প্রতি সম্মান দেখাই
শিখিয়ে বর্ণমালা,
টোকাইরাও মানুষ রে ভাই
করো না অবহেলা।
মুহাম্মদ আবদুর রহিম
রেল লাইন আর রাস্তার ধারে
থাকে যারা খোলা আকাশের নিচে,
ক্ষুধাতুর, জীর্ণ-শীর্ণ গাত্রে জীবন যাদের
আমরা সবে টুকাই বলি তারে।
টোকাই বলে পায়না সে কারও সমাদর
নিজের স্বার্থে বিত্তবানরা করে ব্যবহার।
শিক্ষা সবার মৌলিক অধিকার
লিখা সংবিধানে,
টোকাইরা তা পায় না মোটেও
অর্থের বিধানে।
মিটিং মিছিল হলে তাদের
জুটে অল্প টাকা
নেতার জীবন রক্ষায়ও আবার
নিজে পায় অক্কা।
ছেঁড়া কাপড় আর গন্ধ শরীর
সহ্য হয় না কারো,
নিজের বাড়ি সাফ রাখতে
তারই হাত ধরো।
তাদের প্রতি সম্মান দেখাই
শিখিয়ে বর্ণমালা,
টোকাইরাও মানুষ রে ভাই
করো না অবহেলা।
Ahmed Chanchal, 01813682001, Onik, Tanjib arif, Ayrin kaTun, Masum, Tasmia haq and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum