- রিয়াদনবাগত
- Posts : 4
স্বর্ণমুদ্রা : 1406
মর্যাদা : 10
Join date : 2021-05-30
Age : 21
♦নীলাদ্রি♦
Thu Jun 03, 2021 10:19 pm
নীলাদ্রি
-রিয়াদ
বহুদিন পর আমি নদী দেখতে এলেম,
তুমি কোন কুঞ্জবনে ছিলে?
যেখানেই হারাও আর যদিও সব ভুলে যাও,
মনে রেখো আমি রবীন্দ্রনাথ কেই ভালোবাসি।
চরণের দেখেছি হাজারো চিহ্ন, গুঞ্জন বদ্ধ,
নৌকায় প্রেয়সী দেখেছি; দেখেছি শত অশ্রুতে গড়া বিশাল পানির পাথর জগৎ।
তবুও আমার চোঁখ ধাঁধানো অস্থির গল্পটা ভালোবাসা।
নীলাদ্রি কবি স্বপ্নে বসে চিরধরা কবিতা লিখে, আমায় দেখো নি?
গভীর রাতে কাশবেন একবার হেঁটে এসো বিষাদের কন্ঠে গান শুনিয়ে দেবো।
কে আমি?আমি কার?
-রিয়াদ
বহুদিন পর আমি নদী দেখতে এলেম,
তুমি কোন কুঞ্জবনে ছিলে?
যেখানেই হারাও আর যদিও সব ভুলে যাও,
মনে রেখো আমি রবীন্দ্রনাথ কেই ভালোবাসি।
চরণের দেখেছি হাজারো চিহ্ন, গুঞ্জন বদ্ধ,
নৌকায় প্রেয়সী দেখেছি; দেখেছি শত অশ্রুতে গড়া বিশাল পানির পাথর জগৎ।
তবুও আমার চোঁখ ধাঁধানো অস্থির গল্পটা ভালোবাসা।
নীলাদ্রি কবি স্বপ্নে বসে চিরধরা কবিতা লিখে, আমায় দেখো নি?
গভীর রাতে কাশবেন একবার হেঁটে এসো বিষাদের কন্ঠে গান শুনিয়ে দেবো।
কে আমি?আমি কার?
Ahmed Chanchal, Mahim, Tanjib arif, Abid faraje, Ayrin kaTun, Masum, Sk nadim and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum