- sandipchandradasনবাগত
- Posts : 1
স্বর্ণমুদ্রা : 1341
মর্যাদা : 10
Join date : 2021-06-04
নজর লেগে যাবে।
Sat Jun 05, 2021 12:23 am
আলাপচারিতা
আচ্ছা নীল কালকে তুমি কলেজে আসো নি কেন?
- তোমায় কে বললো আমি আসিনি?
হ্যাঁ! আমি তো খেয়াল করেছিলাম! খুঁজেও দেখেছিলাম তোমায় তো কোথাও পাইনি!
- আমি এসেছিলাম।
কখন? আর এসেই ছিলে তো কোথায় ছিলে?
- প্রথম দিকেই এসেছিলাম আর ঠিক তোমার পেছনেই একটু দূরের দিকে ছিলাম।
আমার পেছনেই ছিল? তাহলে আমি দেখলাম না কেন?
- কারণটা খুব স্বাভাবিক! কেননা যে ইচ্ছে করে লুকিয়ে থাকে তাকে সহজে পাওয়া কঠিন।
তুমি আমায় ডাক দিলে না কেন? আমি তো অপেক্ষায় ছিলাম।
- ঐ যে বললাম লুকিয়ে ছিলাম।
লুকিয়ে ছিলে! কিন্তু কেন?
- যাতে তোমায় না দেখতে পাই তাই বা আমায় যেনো তুমি না দেখতে পাও !
কেন? আমি কি কিছু ভুল করেছি।
- হ্যাঁ!
কি ভুল নীল? আমি দুঃখিত যদি কষ্ট পেয়ে থাকো আমার ভুলের জন্য!! তবে ভুলটা কি ছিল?
- খুব মারাত্মক ধরনের ভুল। এমন ভুল যা আমি কখনোই চাই না, যে তুমি আমার সামনে করো।
আমি এমন কি করেছিলাম? একটু দয়া করে বলো! আমার খুব খারাপ লাগছে।
- তুমি অপূর্ব হয়ে সেজেছিলে।
কি?
- হুম!
এটা মারাত্মক ভুল?
- হুম! বলা যায় মারাত্মকের হতেও আরো বেশি মারাত্মক পর্যায়ের ভুল।
কিন্তু কেন? সত্যি বলতে আমিতো তোমাকে দেখানোর জন্যই সেজেছিলাম। আর সাজার মধ্যে ভুল কিসের? তুমি কি মেয়েদের সাজ পছন্দ করো না?
- হ্যাঁ খুব করি।
তাহলে...আমায় কি খারাপ লাগছিল?
- একেবারেই না! আমার সমস্যা এটা নিয়ে নয় যে তুমি সেজেছিলে! বরং ভীষণ সুন্দর ভাবে সেজেছিলে সেটা নিয়ে।
কি ? কি বলছো?
- তুমি যা শুনেছো তাই বলেছি।
বিস্তারিত বলো। তুমিই বললে সুন্দর লাগছিল তাহলে এখানে আবার খারাপ কি আছে?
- হুম! সেদিন তোমার মারাত্মক ক্ষতি হতে যাচ্ছিল। তাই বলেছি মারাত্মক ভুল করেছো আর সেখানেই খারাপটা লুকিয়ে আছে। এমনকি সেই ক্ষতিটাও আমার মাধ্যমেই হতে যাচ্ছিল।
কিভাবে?
- আমার নজর লাগার মাধ্যমে! সেদিন আমি তাকালেই নির্ঘাত নজর লেগে যেত। আর তোমার ক্ষতি হতো।
হা হা হা!
-হাসছো যে?
হাসছি কেননা বুঝতে পারছি না। আসলে আমার রূপের প্রসংশা করেছো এটা ভেবে খুশি হবো, নাকি তোমায় দেখানোর জন্যই যেই সাজগোজ সেটা দেখে তুমি আমার হতে দূরে ছিলে সেটা ভেবে কষ্ট পাবো।
- যেটা তোমার ভালো লাগে সেটাই ভাবতে পারো।
তাই তুমি আমার সামনে আসোনি?
- হ্যাঁ। দূর হতেই চলে গিয়েছিলাম।
ঠিক আছে তাহলে আগামীবার হতে কম সাজবো।
- সাজতেই পারো তবে আমি সেদিনও তোমার নজরে আসবো না।
কেন?
- তোমায় সাজলেই ভীষণ সুন্দর লাগে। সেটা কম আর বেশি উভয়তেই!
হা হা হা হা! ধন্যবাদ। তার মানে আমি সাজলেই, তুমি আমার থেকে দূরে থাকবে?
- নজর লাগলে তোমার ক্ষতি হবে এটা জেনেও তোমার পাশে থাকবো বলছো?
হি হি হি! তো আমি কি করতে পারি এখন?
- তুমি এই এখন যেমন তেমন থাকবে। অর্থাৎ সাজগোছ বিহীন সুন্দর ।
আচ্ছা এখনও যদি আমায় সুন্দর লাগে তাহলে এখন কি নজর লাগছে না তোমার?
- নাহ্!
ওহ আচ্ছা! তো এখন লাগছে না কেন? কোনো বিশেষ কারণ?
- কারণ..... প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তখন এমনই সুন্দর দেখাছিল অর্থাৎ তোমার এই রূপটা আমার কাছে প্রাকৃতিক। সমস্যা হলো মাঝে মধ্যেই যে তুমি একেবারে অসাধারণ রূপ ধারণ করো সেটা নিয়ে।
হা হা হা! ধন্যবাদ এতটা অদ্ভুত ধরনের প্রশংসার জন্য। যাও আমি আর সাজবো না।
- না না! সেটা করবে কেন? তুমি সাজো। সাজুগুজু করাতো খারাপ কিছু নেই৷ তবে ব্যাস্ খেয়াল করে শুধু আমায় জানিয়ে দিও,যেদিন তুমি সাজবে।
কেন? যাতে সেদিন দূরে দূরে থাকতে পারো?
- হ্যাঁ!
তাহলে ভালো তো এটাই যে আমি আজকের মতো থাকবো।
- কারণটা তোমায় বলা আমার ভুল হয়ে গিয়েছে।
হুম হয়তো! তবে শুনো চিন্তা নেই! তোমার নজর আমার লাগবে নাহ্ আর লাগলেও ক্ষতি নেই৷ লাগলে লাগুক। তুমি দেখবে। আর যদি সেটা না পারো তাহলে আমি এই প্রকৃতিক ভাবেই থাকবো। বুঝলে!
আচ্ছা নীল কালকে তুমি কলেজে আসো নি কেন?
- তোমায় কে বললো আমি আসিনি?
হ্যাঁ! আমি তো খেয়াল করেছিলাম! খুঁজেও দেখেছিলাম তোমায় তো কোথাও পাইনি!
- আমি এসেছিলাম।
কখন? আর এসেই ছিলে তো কোথায় ছিলে?
- প্রথম দিকেই এসেছিলাম আর ঠিক তোমার পেছনেই একটু দূরের দিকে ছিলাম।
আমার পেছনেই ছিল? তাহলে আমি দেখলাম না কেন?
- কারণটা খুব স্বাভাবিক! কেননা যে ইচ্ছে করে লুকিয়ে থাকে তাকে সহজে পাওয়া কঠিন।
তুমি আমায় ডাক দিলে না কেন? আমি তো অপেক্ষায় ছিলাম।
- ঐ যে বললাম লুকিয়ে ছিলাম।
লুকিয়ে ছিলে! কিন্তু কেন?
- যাতে তোমায় না দেখতে পাই তাই বা আমায় যেনো তুমি না দেখতে পাও !
কেন? আমি কি কিছু ভুল করেছি।
- হ্যাঁ!
কি ভুল নীল? আমি দুঃখিত যদি কষ্ট পেয়ে থাকো আমার ভুলের জন্য!! তবে ভুলটা কি ছিল?
- খুব মারাত্মক ধরনের ভুল। এমন ভুল যা আমি কখনোই চাই না, যে তুমি আমার সামনে করো।
আমি এমন কি করেছিলাম? একটু দয়া করে বলো! আমার খুব খারাপ লাগছে।
- তুমি অপূর্ব হয়ে সেজেছিলে।
কি?
- হুম!
এটা মারাত্মক ভুল?
- হুম! বলা যায় মারাত্মকের হতেও আরো বেশি মারাত্মক পর্যায়ের ভুল।
কিন্তু কেন? সত্যি বলতে আমিতো তোমাকে দেখানোর জন্যই সেজেছিলাম। আর সাজার মধ্যে ভুল কিসের? তুমি কি মেয়েদের সাজ পছন্দ করো না?
- হ্যাঁ খুব করি।
তাহলে...আমায় কি খারাপ লাগছিল?
- একেবারেই না! আমার সমস্যা এটা নিয়ে নয় যে তুমি সেজেছিলে! বরং ভীষণ সুন্দর ভাবে সেজেছিলে সেটা নিয়ে।
কি ? কি বলছো?
- তুমি যা শুনেছো তাই বলেছি।
বিস্তারিত বলো। তুমিই বললে সুন্দর লাগছিল তাহলে এখানে আবার খারাপ কি আছে?
- হুম! সেদিন তোমার মারাত্মক ক্ষতি হতে যাচ্ছিল। তাই বলেছি মারাত্মক ভুল করেছো আর সেখানেই খারাপটা লুকিয়ে আছে। এমনকি সেই ক্ষতিটাও আমার মাধ্যমেই হতে যাচ্ছিল।
কিভাবে?
- আমার নজর লাগার মাধ্যমে! সেদিন আমি তাকালেই নির্ঘাত নজর লেগে যেত। আর তোমার ক্ষতি হতো।
হা হা হা!
-হাসছো যে?
হাসছি কেননা বুঝতে পারছি না। আসলে আমার রূপের প্রসংশা করেছো এটা ভেবে খুশি হবো, নাকি তোমায় দেখানোর জন্যই যেই সাজগোজ সেটা দেখে তুমি আমার হতে দূরে ছিলে সেটা ভেবে কষ্ট পাবো।
- যেটা তোমার ভালো লাগে সেটাই ভাবতে পারো।
তাই তুমি আমার সামনে আসোনি?
- হ্যাঁ। দূর হতেই চলে গিয়েছিলাম।
ঠিক আছে তাহলে আগামীবার হতে কম সাজবো।
- সাজতেই পারো তবে আমি সেদিনও তোমার নজরে আসবো না।
কেন?
- তোমায় সাজলেই ভীষণ সুন্দর লাগে। সেটা কম আর বেশি উভয়তেই!
হা হা হা হা! ধন্যবাদ। তার মানে আমি সাজলেই, তুমি আমার থেকে দূরে থাকবে?
- নজর লাগলে তোমার ক্ষতি হবে এটা জেনেও তোমার পাশে থাকবো বলছো?
হি হি হি! তো আমি কি করতে পারি এখন?
- তুমি এই এখন যেমন তেমন থাকবে। অর্থাৎ সাজগোছ বিহীন সুন্দর ।
আচ্ছা এখনও যদি আমায় সুন্দর লাগে তাহলে এখন কি নজর লাগছে না তোমার?
- নাহ্!
ওহ আচ্ছা! তো এখন লাগছে না কেন? কোনো বিশেষ কারণ?
- কারণ..... প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তখন এমনই সুন্দর দেখাছিল অর্থাৎ তোমার এই রূপটা আমার কাছে প্রাকৃতিক। সমস্যা হলো মাঝে মধ্যেই যে তুমি একেবারে অসাধারণ রূপ ধারণ করো সেটা নিয়ে।
হা হা হা! ধন্যবাদ এতটা অদ্ভুত ধরনের প্রশংসার জন্য। যাও আমি আর সাজবো না।
- না না! সেটা করবে কেন? তুমি সাজো। সাজুগুজু করাতো খারাপ কিছু নেই৷ তবে ব্যাস্ খেয়াল করে শুধু আমায় জানিয়ে দিও,যেদিন তুমি সাজবে।
কেন? যাতে সেদিন দূরে দূরে থাকতে পারো?
- হ্যাঁ!
তাহলে ভালো তো এটাই যে আমি আজকের মতো থাকবো।
- কারণটা তোমায় বলা আমার ভুল হয়ে গিয়েছে।
হুম হয়তো! তবে শুনো চিন্তা নেই! তোমার নজর আমার লাগবে নাহ্ আর লাগলেও ক্ষতি নেই৷ লাগলে লাগুক। তুমি দেখবে। আর যদি সেটা না পারো তাহলে আমি এই প্রকৃতিক ভাবেই থাকবো। বুঝলে!
সাদা কাগজ, Hasibul hasan santo, Abul basar, Sk imran, Tanusri roi, Badol hasan, Asha islam and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum