- Ahmed Chanchalধুমকেতু
- Posts : 11
স্বর্ণমুদ্রা : 1481
মর্যাদা : 10
Join date : 2021-06-01
Age : 56
Location : Savar,Dhaka,Bangladesh
প্রেম
Mon Jun 07, 2021 8:48 am
জানিনা শরীরে জমিয়েছি যত পরমাণু,
মায়া বিস্তারের পৃথিবীটা ছেড়ে-
তবুও ওরা কোথায় চলে যাবে!
আমায় তিলে তিলে বিশ্লিষ্ট কণায়
ক্ষুদ্রাতিক্ষুদ্রের নিশ্চিত যন্ত্রণায়
হাহাকারে শেষ হবো একদিন।
আবারো আমায় ছড়িয়ে দিবে
বায়ুমন্ডলের অচেনা অসীম সীমান্তে।
হয়তো এই আমি কেবলই -
অদেখা ধুলিকণাই হবো,
বাতাসে উড়াউড়ির কার্বন,
কারো নিঃশ্বাসের অক্সিজেন!
হয়তো মিশামিশি জলে হাইড্রোজেন
নয়তো হওয়ায় ভেসে নাইট্রোজেন!!
কি আর আমার থাকবে তখন
এই আমাকে চিনবে যে।
উড়তে পারা তো পুষেই রাখা
হবোই যে আমি সত্যিকারের-
বাতাসে হাল্কা হিলিয়াম।
পৃথিবী-এই যে আমার গর্বিত সুখ!
দিয়েছিলে যে প্রেম আমার বুকে
আমি উড়িয়েই যাবো ভুবনেশ্বরে।
কোথায় আমি থাকবো তখন !?
আবারো একসাথে.....
-আহমেদ চঞ্চল
(জীবনের অনুসন্ধানে)
০৯/০৪/২০১৯
Mamun Khaled, Rokeya hoq, Asha islam, Abir nill, Rohan Ahmed, RabbY khan, Arif howla and Abdul basar লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum