সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Shihabun Sakib
ধুমকেতু
ধুমকেতু
Posts : 12
স্বর্ণমুদ্রা : 1607
মর্যাদা : 10
Join date : 2021-06-16

পাবনিজ বালক Empty পাবনিজ বালক

Thu Jun 17, 2021 1:27 pm
"দোস্ত,আমিতো চইলা আইছি।" ফোনের ওপাশে থেকে জানালো স্মরণ।"হুঁ,ভাল করেছিস।", রাজ বলল।
কিন্তু একা লাগতেসে খুউব...
আরে বিড়ি সিগারেট খেলে তোর মত কত গুলো পেয়ে যাবি।
পারলে চলে আমু নে
আরে থাক,আমার guess সম্পর্কে জানিস তো?
হাহা, হয় জানি তো...
আসলে রাজ খুব সাধারণ মানুষ।একটানা অনেকদিন মিশলে যেমন গোপন জিনিস জানা যায়,তেমন পাগলামি দেখলে পাগলের আচরণ জানা যায়।তবে একটু জানলে মন্দ হয়না।
স্মরণ পাবনা এর লোক, তাই সামাজিক ভাবে অনেকে পাগলামি ধরে নিবে। একবার ওরা যখন এইটে পড়ে তখন বলেছিল যে, পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হয়ে অনেক বিখ্যাত হবে। পরে সে কলেজ ভর্তি হলো। একবার স্কুল থাকতে মেলা তে বিনিয়োগ করে সে দ্বিগুণ টাকা আয় করেছিল। পরে বললো,আমি কোনোভাবে টাকা জমিয়ে, লোন নিয়ে গরু পুষবো।ওই খামার থেকে লাভ দিয়ে বড় হোটেল খুলবো আর সেই লাভ দিয়ে আমার নামে বাস কোম্পানি দিবো। কলেজে উঠে বলল,আমি নেভি অফিসার হমু।৬ মাস জাহাজ আর ৬ মাস বাড়ি।নেভি সিগারেট দিবে অনেক কিন্তু আমি টাকা নিবো ওসব ফেরত দিয়ে। আমি একমাত্র যে নেশা করেনা,বলেই গর্বে বুক ফুলিয়ে উঠলো। তো খুব ভালোই। পরে দেখা গেলো,এক বন্ধু নেশা ছাড়ছে।তো স্মরন নাকি টয়লেট এ ঢুকে ধূমপান করে।রাজ তো একগাল হেসেই ফেললো। পরে ফোন কেনা নিয়ে অনেক বলা বলি হলো,রাজ চুপচাপ আর স্মরণ আর এক বন্ধু দুজন টেনে যাচ্ছে আর ফোন এর আলাপ করছে। শেষে ওয়ান প্লাস,ভিভো,শাওমি সব ঘাটা হলো।কিন্তু পরে দেখা গেলো স্মরণ স্যামসাং কিনলো । শেষমেষ একটা পোকো ফোন কিনলো।পরে বললো জীবনে যত ফোন ভাঙছি এতে ৪টা আইফোন কেনা যেত।রাজ শুনে একটু আফসোস করলো । রাজ এনিমে দেখতো ১টা।খুব প্রিয় বলে স্মরণ কে বলতো,কিন্তু স্মরণ এমন ভাব করতো যে রাজ নাউজুবিল্লাহ জিনিস এর কাহিনী বলে।কিন্তু স্মরণ গর্ব করতো যে সে ফোর কে পর্নো দেখে।আর হলিউড মুভি এর নায়িকা না জেনে সে মুভি দেখতে চাইতো না। Superhero এর নাম শুনলে থু থু ফেলত। রাজ এইজন্য স্মরণ কে মন থেকে অপছন্দ করতো। কিন্তু মনে মনেই আবার ভাবত, যে পাগল দের ঘৃনা করো না।রাজ একবার কাস্টার্ড খেয়ে ভালো লেগেছিলো।স্মরণ বললো,যে আমার কাছে বড় কার্টন এ আছে। কিন্তু রাজ যতবার বলে,ততবার বলে যে আমার সময় আছে,তুই শিখিয়ে দিস।পরে জানা গেলো,স্মরণ এর বাবা যশোর বাসা ঠিক করেছে।পরে যাবো না বললো।নতুন বাসা খুজে বেড়ায়।পরে একদিন ফেসবুক এ নক দিয়ে বললো,রাজ,আমি তো চইলা আইচি।আবার আমুনি।রাজ একটা ছোট্ট হাসি দিয়ে বললো,তুই তো বলেছিস যে,আমি কেনো,কেউ না থাকলেও তোর কোনো সমস্যা নাই।এখন কাইন্দা লাভ নাই। তুই আসলেও একটা পাবনিজ।পড়াশুনা না করে ভবিষ্যৎ নিয়ে ভয় পাস।কানাডা যাবার ভুত ঘাড় থেকে নামলো তাহলে।
বিড়ি খাবার লোক পেলে বলিস।
সমাপ্ত

Shihabun Sakib, Salman reja, Polash howladar, Hossain molla, Palash dash, Rafi islam, Rafi ahmed and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum