সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Shihabun Sakib
ধুমকেতু
ধুমকেতু
Posts : 12
স্বর্ণমুদ্রা : 1607
মর্যাদা : 10
Join date : 2021-06-16

গ্রিফিন রাজ Empty গ্রিফিন রাজ

Thu Jun 17, 2021 9:01 pm
সমুদ্র তীরে ছোট্ট একটা রাজ্য ছিল। রাজ্যে একটা তরুণ জেলে মাছ বিক্রি এর ব্যবসা করত।নাম তার রাজ। হটাৎ রাজা এর কঠিন অসুখ হয়।তিনি চিরনিদ্রা়য় চলে যান।অনেক দূর দূরান্ত থেকে কবিরাজ এলো কিন্তু তিনি সুস্থ হননা।আর রাজ্যের অবস্থা খারাপ হবার থেকে আটকানোর জন্য একমাত্র রাজকন্যাকে দায়িত্ব নিতে হয়। তাই প্রতিবার ছদ্মবেশ ধরে সে গ্রাম গুলো পর্যবেক্ষণ করতো। একবার রাজ তার মাছ বিক্রি এর জন্য কোনো ক্রেতা আসেনি।ওখানে প্রায় দানবের হামলা হতো,দানবেরা তেমন বড় নয় ঈগলের মাথা,সিংহের শরীর।বিশাল ডানা ওয়ালা।তবে ওরা কোনো ক্ষতি করছে বলে শোনা যায়নি।মাঝে মাঝে হরিণ,ছাগলের মত পশু গায়েব হতো।ওইদিন রাজ বুঝতে পারলো যে আজ দানব গুলো আসার কথা, সে মাছ গুলো মাথায় নিয়ে ছুটতে লাগলো।জঙ্গল এর ভেতরে রাস্তা,সেখান দিয়ে পালানোর সময় সে একটা ছোট্ট দানবকে লতাপাতায় পেঁচিয়ে থাকতে দেখলো।কিন্তু ওটা বেহুঁশ থাকায় ও দড়ি দিয়ে ওটাকে নিজের সাথে বেধে বাড়ি আনলো।ওর কেউ নেই, ও নিজের পরিচয় জানেনা। ওকে শিশু অবস্থায় পাওয়া গিয়েছিল।অল্প সময়ে ও মাছ ধরা শিখে নিজের খায় নিজের মত থাকে।এর পর ওটা হুশ এলো, আর চিৎকার করতে লাগলো ।রাজ ওর মুখ চেপে ধরলো।ওটার চোখ গেলো মাছের ঝুড়ি তে,এক এক করে সব খেয়ে নিল। পরে উড়ে পালাতে লাগল,রাজ এক লাফ দিয়ে ওকে ধরল গলা জড়িয়ে। ওর সহ্য হলো না,রাজ এর হাত ঠোঁট দিয়ে টেনে ফেলে দিলো।রাজ পরে গেলো,আর ওর কেমন যেনো মনে হলো,দেখলো ওর সাদা পাখনা বের হয়েছে।কিন্তু ঝাঁপটাতে গিয়ে ও মাটিতে আছড়ে পড়লো আর বেহুঁশ হয়ে পড়ল।সপ্ন দেখলো যে ও ওই দানব দের রাজা।ওদের ভেতর শৃংখলা নষ্ট হয়ে গেলে ওদের রাজা ওদের আক্রমণে মারা যায়।এতে ওকে ছোটবেলায় মানুষ রূপে এই রাজ্যে রেখে যায় ওর দেহরক্ষী। ওর হুশ এলে ও পাহাড় এ গিয়ে চুপিচুপি দৌড়া দৌড়ি করে।কিন্তু কাজ না হলে চূড়া থেকে লাফ দিয়ে অনেক টা উড়ে যায়। ও রাজ দরবার এ গিয়ে পৌঁছে।ওখানে ও বৈঠক সভা এর সব জেনে ফেলে। ওর নিজের জাতি গ্রিফিন আর মানুষদের ভেতর হিংসা ছিল।তবে এদের মন্ত্রী ওদের লোকজনকে ধোঁকা দিয়ে ব্যাবহার করে।গ্রিফিন দের শক্তি অনেক তবে বিবেচনা কম।একটা আয়না দিয়ে গ্রিফিন দের দেশে যাওয়া যায়।ওদের যাদুর পানি খেলে মানুষ অনেকদিন ঘুমায়। মন্ত্রী রাজকন্যাকে বিয়ে করে হবার জন্য এই কুকাজ করছে।রাজ কুমারী বন্দী রয়েছে।গ্রিফিন গুলো মাছ খায় তবে ছাগল,হরিণ মন্ত্রী এর লোকজন খেয়ে বাকি সব ফেলে দিয়ে গ্রিফিন দের দোষ দেয়।তাদের চলাফেরা স্বাধীন করায় ওরা এই রাজ্যে ঘুরে বেড়ায়।সব বুঝতে পেরে রাজ ওদের বৈঠকে ঢুকে মন্ত্রীকে বাইরে এনে ফেলে দিতে চায়।মন্ত্রী ওয়াদা করে রাজকুমারী ওদের পাতাল প্রাসাদে আছে। রাজ মন্ত্রীকে নামিয়ে দিলে রাজকন্যাকে খুজে কারাগার এক টানে খুলে তুলে নিয়ে আসে। তখন অনেক গ্রিফিন ওদের ঘিরে ফেলে।তখন রাজ ওদের ইশারা করে বলে দেয় সব ঘটনা,ওরা মন্ত্রীকে বন্দী করে নিয়ে ওদের দেশে যায় আর রাজ এখানেই থাকে ওদের ওখানে ঘুম কাটানোর এক রকম ফুল আছে,সেটা ভর্তা করে পানি মিশিয়ে খাইয়ে দিলে রাজা সুস্থ হয়ে সব শুনেন ।খুশি হয়ে তার মুকুট রাজকে দেন আর অভিষেক এর সাথে সাথে বিয়ে দেন নিজের মেয়ের সাথে।গ্রিফিন রাজ এখন এই রাজ্যের রাজা ও হয়ে গেলো।

সমাপ্ত

Shihabun Sakib, Saiful ahmed, Foisal Hossain, Farjana akter, Rajesh mondol, Palash dash, Rafi islam and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum