- Shihabun Sakibধুমকেতু
- Posts : 12
স্বর্ণমুদ্রা : 1607
মর্যাদা : 10
Join date : 2021-06-16
অসুস্থ বাঙালি
Fri Jun 18, 2021 8:03 pm
সেই কিছুদিন আগে জন্ম নিল বাংলাদেশ,
সেই দেশের চেতনা খেয়ে পড়ে সব শেষ।
দেশের ভেতর চলে শুধু ধ্বংস,
গরিবেরা কিট,ধনীরা রাজহংস।
শাসন এর নামে চলে শুধু শোষণ,
এসব থামাতে কেউ কেউ করে অনশন।
কখনো হটাৎ ধর্ষনের উৎপাত,
তার পরেই চলে আসে নারীবাদ।
উন্নয়ন নিয়ে মাথা ব্যাথা নাই,
সকলের নিজেরই ভাল থাকা চাই।
উন্নয়নের নামে করে ওরা পুকুর চুরি,
আবার বলে,সম্পদের মালিক নাকি স্বয়ং হরি।
ঈশ্বরকে যেনো করে নাকো ভয়,
সম্পদের পাহাড় পেলেই ওদের জীবনটা জয়।
বিবেক,বিচার সব দিয়ে বিসর্জন,
শুধু অন্যের উপর ছড়িয়ে বেড়ায় উপদেশ বর্ষণ।
হালাল হারাম বলতে কোনো বাছ-বিচার নেই,
জীবন যৌবনের স্রোতে আরামে গা ভাসেই।
চেতনার নামে অচেতন থাকে,
চুরি করে ওরা কাজের ফাঁকে।
ধর্ম ধুয়ে ওরা নাকি পানি খায়,
তাহলে,মুনাফিক গুলো কোন কাতারে যায়?
উন্নতিতে পা টেনে ধরে,হায়রে মূর্খ সমাজ,
অন্যের কাজ বিগড়ে দেয়া এদের আসল কাজ।
ভাত পাই না,দান করো মোরে,আমরা কাঙ্গালী !
বিশ্ববাসী মৃদু হেসে বলে, জানিরে তোদের,তোরা বাঙালি।
সমাপ্ত
সেই দেশের চেতনা খেয়ে পড়ে সব শেষ।
দেশের ভেতর চলে শুধু ধ্বংস,
গরিবেরা কিট,ধনীরা রাজহংস।
শাসন এর নামে চলে শুধু শোষণ,
এসব থামাতে কেউ কেউ করে অনশন।
কখনো হটাৎ ধর্ষনের উৎপাত,
তার পরেই চলে আসে নারীবাদ।
উন্নয়ন নিয়ে মাথা ব্যাথা নাই,
সকলের নিজেরই ভাল থাকা চাই।
উন্নয়নের নামে করে ওরা পুকুর চুরি,
আবার বলে,সম্পদের মালিক নাকি স্বয়ং হরি।
ঈশ্বরকে যেনো করে নাকো ভয়,
সম্পদের পাহাড় পেলেই ওদের জীবনটা জয়।
বিবেক,বিচার সব দিয়ে বিসর্জন,
শুধু অন্যের উপর ছড়িয়ে বেড়ায় উপদেশ বর্ষণ।
হালাল হারাম বলতে কোনো বাছ-বিচার নেই,
জীবন যৌবনের স্রোতে আরামে গা ভাসেই।
চেতনার নামে অচেতন থাকে,
চুরি করে ওরা কাজের ফাঁকে।
ধর্ম ধুয়ে ওরা নাকি পানি খায়,
তাহলে,মুনাফিক গুলো কোন কাতারে যায়?
উন্নতিতে পা টেনে ধরে,হায়রে মূর্খ সমাজ,
অন্যের কাজ বিগড়ে দেয়া এদের আসল কাজ।
ভাত পাই না,দান করো মোরে,আমরা কাঙ্গালী !
বিশ্ববাসী মৃদু হেসে বলে, জানিরে তোদের,তোরা বাঙালি।
সমাপ্ত
Shihabun Sakib, Nusrat jerin, Tanvir hrz, Ema rahman, Sirajul islam, Md mohewiddin, Anika afrine and Sk reyad লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum