- Shihabun Sakibধুমকেতু
- Posts : 12
স্বর্ণমুদ্রা : 1607
মর্যাদা : 10
Join date : 2021-06-16
কিশোর গ্যাং
Mon Jun 21, 2021 7:35 pm
কত বছর আগে বাস করতো একটা চোর,
সাথে ছিল এক বাটপার সম্পর্কে ভাই ছিল ওর।
একদিন চেয়ারম্যানের গরু চুরিতে ধরা পড়লো,
তাকে বেঁধে গ্রামবাসী দমাদম করে বহুত মারলো।
পরদিন রাতেই সে গ্রাম ছাড়লো যখন,
শহরে গিয়ে সেইবারই সে বসত করলো তখন।
রিক্সা চালান শুরু করলো সেথায়,
পরিশ্রমের মর্যাদা বুঝলো সে তাই।
কাজের মেয়ে সখিনার সাথে দেখা হয়ে গেলো,
রূপ দেখে তখনই প্রেমে ডুবে গেলো।
গ্যারেজের মালিককে নিয়ে গেলো সখিনার বাসায়,
সখিনার মালিক খুশিমনে রাজি হয়ে যায়।
ধুমাধুম বিয়ে হয়ে গেলো,
পাড়ার অনেকে দাওয়াতে এলো।
ফুটফুটে এক ছেলে হলো সখিনার গর্ভে,
খুশিতে পড়ায় জিলাপি বিলালো তার স্বামী এই পর্বে।
ছেলে দিন দিন বাড়তে লাগলো,ছিল খুব মেজাজি,
বাপের সামনে ভাব করে যেনো সে হাজী।
একদিন সে সিগারেট টেনে দারুন সুখ পেলো,
দিন দুই পড়ে ইয়াবা,গাজা সব গুলোই খেলো।
বাপের রিকশা থেকে দু পয়সা হয় সেসব হাতিয়ে নিত,
কষ্টের টাকা চুরি হওয়ায় বাপে হলো স্তম্ভিত।
কে নিয়েছে সত্যি করে বল,উত্তর দে তুই মোরে!
আমারে জিগাও,আমি নিসি নাকি,কি কমু তোমারে!
পরদিন শুনা যায় পোলা মরছে পুলিশের গুলিতে,
পোলা নাকি পুলিশের অফিসাররে গেসিলো মারতে।
হায় আল্লাহ,আমি কি করলাম,তুই এইডা কি দিলে,
কোন ক্ষোভে বাপের বুকটা খালি করে নিলে।
শুনা গেল,সরকার নাকি ধরা শুরু করসে নতুন ত্রাস,
নাম নাকি কিশোর গ্যাং,কম বয়সী সন্ত্রাস।
সাথে ছিল এক বাটপার সম্পর্কে ভাই ছিল ওর।
একদিন চেয়ারম্যানের গরু চুরিতে ধরা পড়লো,
তাকে বেঁধে গ্রামবাসী দমাদম করে বহুত মারলো।
পরদিন রাতেই সে গ্রাম ছাড়লো যখন,
শহরে গিয়ে সেইবারই সে বসত করলো তখন।
রিক্সা চালান শুরু করলো সেথায়,
পরিশ্রমের মর্যাদা বুঝলো সে তাই।
কাজের মেয়ে সখিনার সাথে দেখা হয়ে গেলো,
রূপ দেখে তখনই প্রেমে ডুবে গেলো।
গ্যারেজের মালিককে নিয়ে গেলো সখিনার বাসায়,
সখিনার মালিক খুশিমনে রাজি হয়ে যায়।
ধুমাধুম বিয়ে হয়ে গেলো,
পাড়ার অনেকে দাওয়াতে এলো।
ফুটফুটে এক ছেলে হলো সখিনার গর্ভে,
খুশিতে পড়ায় জিলাপি বিলালো তার স্বামী এই পর্বে।
ছেলে দিন দিন বাড়তে লাগলো,ছিল খুব মেজাজি,
বাপের সামনে ভাব করে যেনো সে হাজী।
একদিন সে সিগারেট টেনে দারুন সুখ পেলো,
দিন দুই পড়ে ইয়াবা,গাজা সব গুলোই খেলো।
বাপের রিকশা থেকে দু পয়সা হয় সেসব হাতিয়ে নিত,
কষ্টের টাকা চুরি হওয়ায় বাপে হলো স্তম্ভিত।
কে নিয়েছে সত্যি করে বল,উত্তর দে তুই মোরে!
আমারে জিগাও,আমি নিসি নাকি,কি কমু তোমারে!
পরদিন শুনা যায় পোলা মরছে পুলিশের গুলিতে,
পোলা নাকি পুলিশের অফিসাররে গেসিলো মারতে।
হায় আল্লাহ,আমি কি করলাম,তুই এইডা কি দিলে,
কোন ক্ষোভে বাপের বুকটা খালি করে নিলে।
শুনা গেল,সরকার নাকি ধরা শুরু করসে নতুন ত্রাস,
নাম নাকি কিশোর গ্যাং,কম বয়সী সন্ত্রাস।
Shihabun Sakib লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum