- Nobab Md Shoukot Jahanনবাগত
- Posts : 3
স্বর্ণমুদ্রা : 1361
মর্যাদা : 10
Join date : 2021-05-30
Age : 25
Location : Mymensingh, Bangladesh
সৌম্যদর্শনীয়-রূপবতীর দেখা
Sat Jul 03, 2021 3:35 am
সেদিনের দেখাটা যেন ভিন্ন এক দেখা-
এর আগেও তো অনেকবারই হয়েছে আমাদের দেখা।
কিন্তু কি যে মায়ায় আটকে দিলো সেদিনের সে দেখা-
আচমকাই অকৃত্রিম-অনাবিল এক সৌন্দর্যের হাতছানি দিয়ে গেলো
সেদিনের দেখা।
আহা! সেই যে পেলাম দেখা অসম্ভব অনিন্দ্য সেই শোভাময়-সসুন্দর।
তোমার প্রতি বর্গ-ইঞ্চি জুড়ে খুজে পেলাম সুরূপ-মনোহর।
সেদিন থেকে তোমাতে একের পর এক উদ্ভাবন করছি নিত্য-নতুন
হাজারো সুশোভিত চমৎকার ।
সব মিলিয়ে এ যেনো এক পশরা হাট প্রিয়দর্শন-রমণীয়-চমৎকার।
তোমাতে খুজে পেয়েছি বকুলের মালা, বেলীর সৌরভ, কৃষ্ণ চূড়ার লাল-
তুমি যেনো সূর্যমুখীর চেয়ে থাকা, শিল্পীর ছবি আঁকা, স্বপ্নের মহাকাল।
তোমার ভুবন মাতানো হাসিতে যেনো আকাশও থমকে তাকায়-
মেঘগুলোও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার হাসির সরলতায়।
তোমার হাসির স্নিগ্ধতা আমার পিপাসার্থ মন ছুয়ে যায়-
অধরা সেই স্নিগ্ধতার খুঁজে অবচেতন এই মন বার বার তোমাতে হারায়।
তৃষ্ণার্ত এই মনের তৃপ্তি মেটাতেই শুধু তোমাকে কাছে পাওয়া-
দু-চার জনম কেনো; হাজার জনমেও হবে না পূরণ, কাংখিত এই চাওয়া।
লেখক: নবাব মোঃ শওকত জাহান কিবরিয়া
Md sabbir, Monjo islam, Nuha fariya, Md jahid, Tahia Tabassum and Md irfan লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum