- Mamunনবাগত
- Posts : 2
স্বর্ণমুদ্রা : 1315
মর্যাদা : 0
Join date : 2021-05-21
প্রাক্তন বিদ্বেষ
Fri May 21, 2021 4:18 pm
হঠাৎ করেই প্রাক্তনকে বিরক্ত করার ইচ্ছে জাগলো। প্রথমে কয়েকটা মেসেজ পাঠিয়ে জানিয়ে দিলাম, আমি কল দিবো।
টেক্সট পাঠানোর কিছুক্ষণ পরেই কল দিলাম। ওপাশ থেকে খুব তীক্ষ্ণ স্বরে বললো,
- কি বলবা তাড়াতাড়ি বলো। আমার সময় নেই৷
আমি খুব উচ্ছ্বসিত কণ্ঠে বললাম,
- কতদিন পর তোমার সাথে কথা হচ্ছে! এতো কিসের তাড়া তোমার?
প্রাক্তন দয়া-মায়াহীন স্বরে বললো,
- ভণিতা না করে কি বলবা বলো! তোমার এসব আহ্লাদ ভাল্লাগে না৷
আমি খুব সহজ গলায় বললাম,
- আসলে তোমার জন্য একটি কবিতা মুখস্থ করেছিলাম৷ ভাবলাম, তুমি তো কবিতা খুব পছন্দ করো তাই তোমাকে শুনাই। থাক, শুনাবো না। ভালো থাকো।
প্রাক্তন এর স্বর কিছুটা নরম হলো। আদরমাখা কণ্ঠে বললো,
- আমার জন্য কবিতা মুখস্থ করেছো?
আমি এবার খুব হাসিমাখা কণ্ঠে বললাম,
- হ্যা গো, হ্যা৷ একমাত্র তোমাকে শুনাবো বলেই মুখস্ত করেছি৷
প্রাক্তন খুব ইমোশনালি বললো,
- তোমার কবিতা খুব মিস করি। প্লীজ শুনাও কবিতাটি....
আমি গলা পরিষ্কার করে কবিতা আবৃত্তি শুরু করলাম,
- "দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার,
দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার,
দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার...."
ওপাশ থেকে শুধু রাগী কণ্ঠে "কুত্তা" শব্দটি ভেসে এসে টুট টুট শব্দে লাইনটি কেটে গেলো।
Collected
টেক্সট পাঠানোর কিছুক্ষণ পরেই কল দিলাম। ওপাশ থেকে খুব তীক্ষ্ণ স্বরে বললো,
- কি বলবা তাড়াতাড়ি বলো। আমার সময় নেই৷
আমি খুব উচ্ছ্বসিত কণ্ঠে বললাম,
- কতদিন পর তোমার সাথে কথা হচ্ছে! এতো কিসের তাড়া তোমার?
প্রাক্তন দয়া-মায়াহীন স্বরে বললো,
- ভণিতা না করে কি বলবা বলো! তোমার এসব আহ্লাদ ভাল্লাগে না৷
আমি খুব সহজ গলায় বললাম,
- আসলে তোমার জন্য একটি কবিতা মুখস্থ করেছিলাম৷ ভাবলাম, তুমি তো কবিতা খুব পছন্দ করো তাই তোমাকে শুনাই। থাক, শুনাবো না। ভালো থাকো।
প্রাক্তন এর স্বর কিছুটা নরম হলো। আদরমাখা কণ্ঠে বললো,
- আমার জন্য কবিতা মুখস্থ করেছো?
আমি এবার খুব হাসিমাখা কণ্ঠে বললাম,
- হ্যা গো, হ্যা৷ একমাত্র তোমাকে শুনাবো বলেই মুখস্ত করেছি৷
প্রাক্তন খুব ইমোশনালি বললো,
- তোমার কবিতা খুব মিস করি। প্লীজ শুনাও কবিতাটি....
আমি গলা পরিষ্কার করে কবিতা আবৃত্তি শুরু করলাম,
- "দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার,
দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার,
দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার...."
ওপাশ থেকে শুধু রাগী কণ্ঠে "কুত্তা" শব্দটি ভেসে এসে টুট টুট শব্দে লাইনটি কেটে গেলো।
Collected
Nayeem, Nur, arif, arafat alam, Fatbot, noyon, Sahin and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum