সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
M A Nayeem
শুকতারা
শুকতারা
Posts : 68
স্বর্ণমুদ্রা : 1470
মর্যাদা : 20
Join date : 2021-05-22

চাচা চৌধুরী Empty চাচা চৌধুরী

Sat May 22, 2021 3:43 pm
"১ জন পর ১ জন"

চাচা চৌধুরী বাসে উঠেছে অসুস্থ পিসিমাকে দেখতে যাবে বলে।

বাসে উঠতেই কন্ট্রাক্টর ভাড়া চাইলো ৩০ টাকা।
চাচা চৌধুরীঃ ১৫ টাকার ভাড়া ৩০ টাকা কেন?
কন্ট্রাক্টরঃ ভাড়া দিগুন। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ১ জন পর ১ জন বসবে।
 বাকপটু কন্ট্রাক্টরের চটপট জবাব।

চাচাজি পকেট থেকে ৩০ টাকা বের করে দিয়ে দিলেন।

 বাস কিছুদূর যেতেই ১ জন পর ১ জন করে লোক ওঠা শুরু করলো। এই সিট ওই সিট করে প্রায় সবগুলি সিট ভরে গেল।

চাচাজিঃ কি ব্যাপার ভাই? তুমিতো ১ জন পর ১ জন লোকই তুলে যাচ্ছ!

কন্ট্রাক্টরঃ আপনার পছন্দ না হইলে ১ জন পরে নেমে যান।

চাচাজি কোন উত্তর দিলেন না।

পরদিন বিনি চাচি অসুস্থ পিসীমার জন্য পিঠে তৈরি করেছে।

চাচাজি পিঠে নিয়ে যথা সময়ে বাস ধরতে গেলেন।

 কন্ট্রাক্টরঃ ভাড়া ৩০ টাকা।
 চাচাজিঃ আমি জানি।
 চাচাজি তার হাতে ৬০ টাকা দিলেন।
   কন্ট্রাক্টরঃ ৬০ টাকা কেন? আমি বেশি ভাড়া নেই না।
   চাচাজিঃ আমিও বেশি ভাড়া দেই না। আমার সাথে আরেকজন আছে, তাই।
 
  কন্ট্রাকটর মাথা নেড়ে টাকাটি নিয়ে নিল।
 
 একটু পরে হুড়মুড় করে মাথা নিচু করে কন্ট্রাক্টরকে ঠেলে ঠুলে কোন রকমে বাসের ভেতরে প্রবেশ করল সাবু।
 
পেছনের চারটি সিটে আয়েশ করে বসল।

  কন্ট্রাকটরঃ একি! একাই চার সিটে বসেছে।
 চাচাজিঃ কেন? আমি তো চার সিটই নিয়েছি।
 কন্ট্রাকটরঃ কখন নিলেন?
 চাচাজিঃ ওই যে ১ জন পর ১ জন। সেই হিসেব করলে আমার তো সিট চারটিই হয়। নাকি?
 কন্ট্রাকটরঃ কিন্তু আমি তো ভাড়া দিগুন নিয়েছি।
 চাচাজিঃ জি না। আমি ৪ সিট নিয়েছি। বুঝলা?

কন্ট্রাকটর একবার সাবুর কটমটে চেহারার দিকে তাকালো। তারপরে একটি দৃশ্যমান ঢোক গিলে সেখান থেকে প্রস্থান করল।

পরিশিষ্টঃ ভাড়া যদি দ্বিগুণই দিতে হয়, তবে সিট নিবেন দুটি।

চাচা চৌধুরী জোকস
এম এ নাইম

,,,

ছোটবেলার চাচা চৌধুরী ও সাবুর কথা মনে আছে? আমরা অনেকেই পড়েছি। আজকে ঈদের দিনে তাদের একটি ছোট্ট জোকস দিয়ে শুরু করলাম।

চাচা চৌধুরী ও সাবু এই করোনাকালে বের হয়েছে ঈদের শপিং করতে।
সাবুকে নিয়ে মহাফ্যাসাদে চাচাজি। তার জন্য কোন মাস্কই পাওয়া যাচ্ছে না।

চাচাজিঃ এক কাজ করো। তুমি এই ছাতাটি হাতে নাও।

সাবুঃ ছাতা দিয়ে কি হবে চাচাজি?

চাচাজিঃ হাঁচি-কাশি আসলে খুলে মুখে ধরবে।

সাবুঃ কেন?

চাচাজিঃ তা না হলে তোমার মত উঁচু দানব হাঁচি দিলে নিচে থাকা সবাইকে যে ছাতা ধরতে হবে।
...

তারা একটি সুপার শপের ফটকের সামনে আসতেই দাঁড়িয়ে থাকা সিকিউরিটি চাচাজির হাতে হ্যান্ড স্যানিটাইজার চেপে দিল। চাচাজির শেষ হতেই সাবু তার হাত বাড়াল।

সাবুর সুবিশাল হাত দেখে লোকটি বলল, আপনার হাতে তো পুরো বোতল ঢেলে দিতে হবে।
...

  নিউমার্কেটের সামনে যেতেই  জীবাণুমুক্তকরণ ঘরের ভেতর ঢুকতে হলো চাচাজিকে।

সাবুর দিকে তাকিয়ে প্রহরী বলল, বড় ভাই, অর্ডার করে আপনার জন্যে ঘর বানাতে হবে।

ঠিক সেই সময় একটি দমকল গাড়ি মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিল।

চাচাজিঃ আমাদের একটু উপকার করে যাও। তোমার গাড়ির মোটা পাইপে পানি ঢেলে এই লোকটাকে একটু পরিষ্কার করে দাও।

দমকলকর্মীটি বিস্মিত দৃষ্টি নিয়ে সাবুর দিকে তাকিয়ে রইল।
...

অবশেষে চাচাজি ও সাবু মার্কেটের ভেতর প্রবেশ করতে পারল।

চাচাজিঃ আমরা যেন কি কিনতে এসেছিলাম?

সাবুঃ আপনার জন্য একটি কটি আর আমার জন্য একটি আন্ডারপ্যান্ট।
...

দেখা যাক কটি ম্যানেজ করতে পারলেও সাবুর আন্ডারপ্যান্ট ম্যানেজ করতে পারেন কিনা চাচাজি।
...

২|

ট্রাক চালক ভগৎ সিংকে সাথে নিয়ে চাচা চৌধুরীর কাছে নালিশ করতে আসে বিনয়।

বিনয়ঃ চাচাজি, ভগৎ আমার কাছ থেকে একটি কাজে দশ হাজার টাকা নিয়েছে। কাজ হয়নি, এখন টাকা ফেরত দিচ্ছে না।
ভগৎ সিংঃ কি কাজে নিয়েছি, সেটি বলো!
বিনয় চুপ করে থাকে। কোন উত্তর করতে পারে না।

ভগৎ সিংঃ মানুষ তো বিনা কারণে কাউকে টাকা দেয় না। তুমি না আমার আত্মীয় না পড়শী।

  চাচাজি বুঝতে পারে কোন অসৎ উদ্দেশ্যে ভগৎ সিংকে টাকা দিয়েছে বিনয়।
 কোনরকম উত্তর করতে না পেরে দুঃখী মনে বাড়ি চলে যায় বিনয়।
 
কিছুদিন পর চাচা চৌধুরী একজন লোক সাথে নিয়ে ভগৎ সিং এর বাড়ি যায়।
 চাচাজিঃ এই নাও বিশ হাজার টাকা। ভবিনের ক্ষেতে প্রচুর তরমুজ হয়েছে এবার। আমার জন্য এক ট্রাক চুরি করে নিয়ে আসবে।
  চকচকে নোটের নগদ টাকা দেখে লোভ সামাল দিতে পারে না ভগৎ।
   টাকার বান্ডেলটি হাতে নিয়ে আলমারিতে তালাবদ্ধ করে রাখেতে রাখতে বলে, তোমার কাজ হয়ে যাবে চাচা চৌধুরী।
   
    ঠিক সেই সময় বিনয় ঘরের ভেতর প্রবেশ করে। বিনয়কে দেখে কিছুটা হতভম্ব হয়ে পড়ে ভগৎ সিং।
    চাচাজির পাশে বসে থাকা লোকটি তার পরিচয় দেয়, আমি তুরুপপুর থানার দারোগা। তোমাকে থানায় যেতে হবে ভগৎ সিং। তুমি অসৎ উদ্দেশ্যে চাচাজির কাছ থেকে পয়সা নিয়েছো।
   
 ভগৎ সিংঃ আমি থানায় গেলে চাচা চৌধুরীকেও থানায় যেতে হবে।
  চাচাজি দারোগার দিকে তাকিয়ে বলে, আমার থানায় যেতে কোনো আপত্তি নেই। তবে ভগৎ সিং এর আপত্তি থাকতে পারে।
   এবার ভগৎ সিং পুরোপুরি ভরকে যায়। বিনয়ের দিকে তাকিয়ে বলে, কেননা চলো আমরা টাকা-পয়সার সমস্যাটি আপসে মিটিয়ে ফেল।
   ভগৎ সিং আলমারি থেকে টাকা বের করে বিনয় ও চাচা চৌধুরীকে বুঝিয়ে দেয়।
 
  চাচাজি বিনয়ের দিকে তাকিয়ে বলে, কাউকে অসৎ উদ্দেশ্যে টাকা দেওয়া উচিত নয়। সে ক্ষেত্রে দুজনেই সমান অপরাধী। এবারের মতো তোমার টাকা ফেরত পেলে কিন্তু দ্বিতীয়বার এই কাজটি আর করবে না।
   বিনয় বিনয়ীভাবে মাথা নাড়ে।


লেখাটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে মাঝেমাঝেই চাচা চৌধুরী ও সাবুকে নিয়ে আসব।

Rayhan1, Sahin, Santo, Shuvo, Hasibul hasan, Umor, Alamin and লেখাটি পছন্দ করেছে

avatar
Rayhan1
নবাগত
নবাগত
Posts : 8
স্বর্ণমুদ্রা : 1414
মর্যাদা : 10
Join date : 2021-05-22

চাচা চৌধুরী Empty Re: চাচা চৌধুরী

Sat May 22, 2021 11:14 pm
[You must be registered and logged in to see this image.]

Sahin, Santo, Shuvo, Hasibul hasan, Umor, Alamin, Galib and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum