- Naeem_snনবাগত
- Posts : 1
স্বর্ণমুদ্রা : 1316
মর্যাদা : 10
Join date : 2021-05-30
ইচ্ছে অনিচ্ছেয়
Sun May 30, 2021 1:53 pm
পাঁচ আগস্ট ২০২০,তারিখটা আমার বড় বোনের বিয়ের, সকালে উঠেই পারিশ্রমিক বিহীন কর্মে মনোনিবেশ করিলাম, রান্না শেষ হওয়ার পর আগেভাগেই নিজেরা উদরভোজন করে নিলাম ৷ করোনার জন্য আত্মীয় স্বজন ছাড়া কাউকে ইনভাইট করা হয়নি, এজন্য তুলনামূলক খাটা খাটনি কমই ৷
প্রতিবেশী ২-৩টা অসহায় বাচ্চা (বন্ধুবান্ধব) ছিল, একবার বলছিলাম শুধু তোরা আসিস, ব্যাস ওই কথাতেই চলে আসলো
ভাবা যায় এইগুলা?? আমার তো মনে হয় ওদের দাওয়াত না দিলেও হয়তো চলে আসতো
যাই হোক, ওদের খাইয়ে বললাম যা তোরা বাইরে গিয়ে বস, আমাকে এখন ওয়েটার এর দায়িত্বে থাকতে হবে৷
একটু পরই আবার ওদের দেখলাম ভিতরে, কি হলো??
- ওই মেয়েটা কে?
আমি তো পিছনে তাকিয়ে আচানক লাইগ্যা গেলাম
মনে মনে নিজেকে নিজে একবার জিজ্ঞেস করলাম ,
আরে এইটা কে?
আগে কখনো দেখছি বলে তো মনে হয় না৷ এদিকেO ওদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অবস্থা, “ওরে আমার ভাল্লাগে, না ওরে আমার ভাল্লাগে”
সবাইকে থামিয়ে দিয়ে বললাম “ও আমার”
কিন্তু সত্যি বলতে তখনও ওরে আমি চিনিই না। এদিকে আমার ফুফাতো ভাই ধরে নিয়েছে ওর সাথে আমার রিলেশন আছে।
যাই হোক, ওরা চলে গিছেয়ে বাহিরে, আমি আমার কাজে মনোযোগ দিলাম।
আরে বাহ! মেয়েটা খাবার টেবিলে যে। সাথে ওর আম্মা আছে৷
নাহ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না৷
পানির মগ হাতে দাঁড়িয়ে গেলাম৷ এতে ফায়দা আছে, এইদিকে ঐদিকে যেতে হবে না, দুই পায়ে দাঁড়িয়ে থাকা যাবে৷ শান্ত ছেলের মতো দাঁড়িয়ে আছি পানি নিয়ে, চোখ দুইটা তার দিকে সেট করাই আছে৷
হটাৎ পাশের টেবিল থেকে এক ফুফাতো বোনের হাতের আপ-ডাউনে ধ্যান ভাঙলো,” ও পানি?”
তাতে কি আমার চোখ তো ফিরছেই না তার দিক থেকে, যেন অন্য দিকে তাকালেই কিছু সুন্দর মুহূর্ত নষ্ট হয়ে যাবে ।
খাওয়া শেষ হতেই আমি ওয়েটারের দায়িত্ব থেকে অবসর নিয়ে তার উপর দৃষ্টি রেখেই চললাম, হটাৎ করেই কই যেন চলে গেল সে, অস্থিরতা শুরু হয়ে গেল মনে যেন যেভাবেই হোক খোঁজে বের করতেই হবে। কি জানি চলে গেছে কিনা??
আৎকায় দেখলাম ও মায়া গো! যাইচে না, আমরা ঘরই উনি বইয়া রইছে
অনেক কিছুই ভেবে বসে আছি, জানতাম না কখন যে বাস্তবতায় ফিরবো, বোনকে গাড়িতে উঠিয়ে বিদায় দেয়ার পর উনিও চলে গেছেন, শুধু বোন আর উনিই না সাথে আমার মনটাও যেন আমাকে ছেড়ে চলে গেছে।
কিছু মিষ্টি যন্ত্রণার সাথে সম্পর্ক হলো আমার৷
প্রতিবেশী ২-৩টা অসহায় বাচ্চা (বন্ধুবান্ধব) ছিল, একবার বলছিলাম শুধু তোরা আসিস, ব্যাস ওই কথাতেই চলে আসলো
ভাবা যায় এইগুলা?? আমার তো মনে হয় ওদের দাওয়াত না দিলেও হয়তো চলে আসতো
যাই হোক, ওদের খাইয়ে বললাম যা তোরা বাইরে গিয়ে বস, আমাকে এখন ওয়েটার এর দায়িত্বে থাকতে হবে৷
একটু পরই আবার ওদের দেখলাম ভিতরে, কি হলো??
- ওই মেয়েটা কে?
আমি তো পিছনে তাকিয়ে আচানক লাইগ্যা গেলাম
মনে মনে নিজেকে নিজে একবার জিজ্ঞেস করলাম ,
আরে এইটা কে?
আগে কখনো দেখছি বলে তো মনে হয় না৷ এদিকেO ওদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অবস্থা, “ওরে আমার ভাল্লাগে, না ওরে আমার ভাল্লাগে”
সবাইকে থামিয়ে দিয়ে বললাম “ও আমার”
কিন্তু সত্যি বলতে তখনও ওরে আমি চিনিই না। এদিকে আমার ফুফাতো ভাই ধরে নিয়েছে ওর সাথে আমার রিলেশন আছে।
যাই হোক, ওরা চলে গিছেয়ে বাহিরে, আমি আমার কাজে মনোযোগ দিলাম।
আরে বাহ! মেয়েটা খাবার টেবিলে যে। সাথে ওর আম্মা আছে৷
নাহ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না৷
পানির মগ হাতে দাঁড়িয়ে গেলাম৷ এতে ফায়দা আছে, এইদিকে ঐদিকে যেতে হবে না, দুই পায়ে দাঁড়িয়ে থাকা যাবে৷ শান্ত ছেলের মতো দাঁড়িয়ে আছি পানি নিয়ে, চোখ দুইটা তার দিকে সেট করাই আছে৷
হটাৎ পাশের টেবিল থেকে এক ফুফাতো বোনের হাতের আপ-ডাউনে ধ্যান ভাঙলো,” ও পানি?”
তাতে কি আমার চোখ তো ফিরছেই না তার দিক থেকে, যেন অন্য দিকে তাকালেই কিছু সুন্দর মুহূর্ত নষ্ট হয়ে যাবে ।
খাওয়া শেষ হতেই আমি ওয়েটারের দায়িত্ব থেকে অবসর নিয়ে তার উপর দৃষ্টি রেখেই চললাম, হটাৎ করেই কই যেন চলে গেল সে, অস্থিরতা শুরু হয়ে গেল মনে যেন যেভাবেই হোক খোঁজে বের করতেই হবে। কি জানি চলে গেছে কিনা??
আৎকায় দেখলাম ও মায়া গো! যাইচে না, আমরা ঘরই উনি বইয়া রইছে
অনেক কিছুই ভেবে বসে আছি, জানতাম না কখন যে বাস্তবতায় ফিরবো, বোনকে গাড়িতে উঠিয়ে বিদায় দেয়ার পর উনিও চলে গেছেন, শুধু বোন আর উনিই না সাথে আমার মনটাও যেন আমাকে ছেড়ে চলে গেছে।
কিছু মিষ্টি যন্ত্রণার সাথে সম্পর্ক হলো আমার৷
Shuvo, Hasibul hasan, Nasim, Mr.twist, Mr kiddo, Mahmud, Akash and লেখাটি পছন্দ করেছে
Permissions in this forum:
You cannot reply to topics in this forum