সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Shihabun Sakib
ধুমকেতু
ধুমকেতু
Posts : 12
স্বর্ণমুদ্রা : 1607
মর্যাদা : 10
Join date : 2021-06-16

নিজামীর চিন্তাধারা Empty নিজামীর চিন্তাধারা

Tue Jun 22, 2021 10:28 pm
আমি নিজামী।আমি একটা মাঝারি মাপের আর্টিস্ট।আমার সুন্দরী বউ আর ছোট্ট একটা ঘর আছে।ওকে নিয়ে আমার সুখের সংসার।আমাদের মনের ভেতর খুব মিল ।আমি কেমন আর্টিস্ট,কিসের আর্টিস্ট সেটা বলাই হয়নি।আমি মূলত বিনোদনমূলক,প্রেরণাদায়ক,চেতনা জাগরণসহ বেশ কিছু কাজ জানি। তাছাড়া ফটোগ্রাফি,রান্না রেসিপি,মার্শাল আর্ট, জিম আর কিছুটা ঝাড়ফুঁক ও জানি।তবে,ভাবছেন যে পারিনা কি? সবারই দুর্বল দিক থাকে,কিন্তু বলবনা। আমার বাড়িটি বাইরে থেকে কাঠের,তবে ভেতরে ইস্পাত।আশপাশে অনেক গাছ।সব গুলোই আমার।আম, জাম,কাঠাল,লিচু সহ সারি সারি ফলের গাছ।তার ভেতর কলম,বারোমাসি,ইত্যাদি গাছ আছে।সারা বছর ফল খেতে মন চায় তাই আর কি! আমি আর বউ সব কিছুর দেখা শুনা করি।বউয়ের নাম বললাম না তবে আমার মতই শৌখিন। সে তো গাছের ফাঁকে নেট দিতে বলেছে,কারণ ফল অপচয় না হোক। চার পাশে উচু দেয়াল,তারকাটা সহ । আমার মাসিক আয় ৫০ হাজার সর্বনিম্ন। আমি ৫ টা কুকুর,১২ টা বিড়াল,৪ জোড়া করে ৫ পদের টিয়া,কবুতর আছে ১০ পদের,যদিও সংখ্যা মনে নেই। বিড়াল গুলো নিরামিষ খেয়ে অভ্যস্ত,কুকুরের সাথে একই খাবার খায় ।১ জোড়া ছাগল আর ৪ জোড়া খরগোশ মিলে উঠানের ঘাস সাফ করে । বউকে উপহার দিই তার জন্মদিন ও বিবাহ বার্ষিকীতে অনেক রকম গোলাপ উপহার দেই। সে আমার জন্য নতুন নতুন ফাস্ট ফুড রেসিপি বানায়। আমরা সাথে শাক সবজি ও লাগাই,টমেটো,পুঁইশাক,লাউ,কুমড়া ইত্যাদি। ঝরে নষ্ট না হয় এইজন্যে স্টীলের বেড়া দিয়েছি। টবে ক্যাপসিকাম, স্ট্রবেরি,মরিচ লাগিয়েছি। মাসে ২০-২৫ হাজার ড্রয়িং থেকে আসে,গ্রাফিক ডিজাইন থেকে ৩০ হাজার আসে।আর বাড়তি শাক সবজি,ফল মূল,পশু পাখি থেকে ১০ হাজার আসে।দুর্দিনে কম করে ৫০ হাজার থেকেই মাসিক আয়। কোয়েল ও পুশি,প্রায় ১০০ জোড়া,প্রতিদিন ডাল,কোয়েল এর ডিম,ব্রোকলি মিশিয়ে মজার নাস্তা করি আর দুজন ব্যায়াম করি । আমি কিন্তু এইট প্যাক এর মালিক। সব বিবরণ দেয়া শেষ।

আগামী দিন,
"কিরে নিজামী?তুই বাড়ির কাজের খাতা এর ভেতর বউ বাচ্চা এর কথা লিখে রেখেছিস।"
শাহীন দাড়িয়ে বললো,"স্যার,ওকে কিছু বলে লাভ নেই, ও তো সিজোফ্রেনিয়া রোগী!"
সমাপ্ত

Shihabun Sakib, Sirajul islam, Md mohewiddin, Mofej howladar, Md rakib sheik, Md soikot hossain, Adriyan khan and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum