সাদা কাগজ
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
Shihabun Sakib
ধুমকেতু
ধুমকেতু
Posts : 12
স্বর্ণমুদ্রা : 1607
মর্যাদা : 10
Join date : 2021-06-16

নিজামীর সিদ্ধান্তহীনতা Empty নিজামীর সিদ্ধান্তহীনতা

Sat Jun 26, 2021 9:02 pm
নিজামী যখন এইচ এচ সি এর প্রস্তুতি নিচ্ছিল তখনই বিপত্তি ঘটলো । আর্টিস্ট হবার আশায় সে পরিশ্রম শুরু করলো।একটি বিশেষ ঘটনা লিখতে বসে পড়লো একসময়।

"আমি নিজামী।গত ২০২০ সালে ছবি আঁকা স্থির করলাম।বন্ধু প্রজ্জ্বল আমায় সাহায্য করতে চাইলো।আমার আকা অনেকে পছন্দ করলেও ও একটু বেশি আপন ছিল।বিকাশ করে ওকে ৫০০ টাকা পাঠিয়ে দিলাম। যাই হোক,তবে ও কোনো কারণে বের হতে পারেনা আর আমার জিনিস আনা হয়না।শেষ - মেশ পারলো।তবে অনেক কিছুই মিলেনি যদিও আমায় উপহার দিয়েছে আর কিছু টাকা খরচ করেছে আমার জন্য। মূল ঘটনা হলো খুব সংক্ষিপ্ত। আমি ছিলাম টাকা বাঁচানো,মিতব্যয়ী,বলতে গেলে হাড় কিপটে।কিন্তু ও আমার জন্য একটা মেটাল শার্পনার এনে দেয় যার মূল্য ৫০ টাকা।কিন্তু একসময় ওটা ভালো থাকলেও ব্লেড মরিচায় আক্রান্ত হতে থাকে ।অনেক ঘষাঘষি করেও ঠিক করা যায়নি।পেন্সিল ফেটে যায়।যেনো আমার কলিজা ফেটে গেলো ।ভাবলাম ১০ টাকার ৫ টাকা করে ২টা পেন্সিল শার্পনার কিনে এনে স্ক্রু খুলে বসাতে চেষ্টা করলাম।কিন্তু ওগুলো সাইজে বড়ো।তাই কাটা লাগবে,আশপাশে ঘুরে নেল কাটার পেয়ে চালাতে গিয়ে টাস করে শব্দ হলো,দেখলাম ভেঙে গেছে। সাপ মরলেও লাঠি ভাঙলো।আস্তে করে লুকিয়ে রাখলাম।ছোট ভাই দেখে ফেলেছে, নেল কাটার কে ভেঙেছে? আমি বললাম,জানিনা। যাক,৫০ টাকার জিনিস ঠিক করতে,১০ টাকা আর ৪০ টাকার নেল কাটার ভেঙেছে।ভাবলাম কাটার লুকিয়ে রাখি,আর ৩৫ টাকার অ্যান্টি কাটার কিনি।কিন্তু শেষে যখন অ্যান্টি কাটার দিয়ে কাজ হয়না।অনেক ক্ষয় হয় পেন্সিল।দোকানে গিয়ে জানতে চাইলাম,ডবল পোর্ট ওয়ালা পেন্সিল কাটার হবে? জ্বি,১৫ টাকা না ১০ টাকা ,কোনটা নিবে? রাগে চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এতদিন কি করলাম।মাত্র ১৫ টাকার জন্য ৫০+১০+৪০+৩৫ টাকা নষ্ট ! কতো হয় গুনবো না,তাহলে হার্ট অ্যাটাকে মারা যাবো।গণিতে কাচা তাই সহজে মাথায় আসবে না।"

সমাপ্ত

Shihabun Sakib, Humaira akter, Sayed hasan, Sabikun nahar, Sk sayed, Nusrat riya, Smi jewel and লেখাটি পছন্দ করেছে

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum